ডাক্তার জানান সোনা ট্রমাটাইজ, যে কোনও মুহূর্তে কোমায় চলে যেতে পারে তাই পরিস্থিতির গুরুত্ব দেখে সূর্য দীপাকে সোনার কাছাকাছি আসতে দেয় এবং তারপর সোনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে সূর্য দীপাকে অনুরোধ করে সেনগুপ্ত বাড়িতে গিয়ে সোনার দেখাশোনা করার জন্য সোনার কাছে থাকার জন্য। কিন্তু দীপা যেতে রাজি হয় না বরং সূর্যকে এই প্রস্তাব দেয় যে সে যেন সোনাকে তার কাছে নিয়ে আসে। হোলির দিনে সূর্য সোনাকে দীপার কাছে দিতে আসে এবং সোনা-রূপা একসঙ্গে হোলি খেলে। সূর্যও ভুলবশত হোলির রঙে রাঙিয়ে দেয় দীপাকে। সোনার অসুস্থতার ফলে সূর্য-দীপা আরও কাছাকাছি আসছে । দর্শকদের আগ্রহও ফলে বাড়ছে। সবাই আগ্রহী কবে সব ভুল বোঝাবুঝি শেষ হবে তাদের। সূর্য-দীপা একে অপরের কাছে আসবে এবং সেই আগ্রহই 'অনুরাগের ছোঁয়া'কে আবারও বেঙ্গল টপার করেছে।
advertisement
আরও পড়ুন- মেগার নম্বর কমছে হু হু করে! দর্শকদের আগ্রহ কমছে? এবার সেরার স্থানে কে
অন্যদিকে, 'জগদ্ধাত্রী'র নতুন প্রমোতে দেখানো হয়েছে মান অভিমানের পালা কাটিয়ে স্বয়ম্ভূ-জগদ্ধাত্রী একে অপরকে ভালবাসার কথা জানাচ্ছে। অন্যদিকে, কৌশিকী-সমরেশও আসছে কাছাকাছি। তার মধ্যে বিপদের আভাস। সব মিলিয়ে টিআরপি তালিকায় আবারও 'নিম ফুলের মধু'কে পিছনে ফেলে, দ্বিতীয় স্থানে উঠে এল 'জগদ্ধাত্রী'।
অন্যদিকে, গানে-নাচে জমে উঠেছে 'নিম ফুলের মধু'-এর দোলের বিশেষ পর্ব। পর্ণা-সৃজনের প্রথম দোল। পর্ণা যদিও শুরুতে জানায় সৃজনদের পাড়ায় যে ধরনের দোল হয় সেটা পর্ণার বিশেষ পছন্দ না। কিন্তু পরে আস্তে আস্তে সেই দোল ভাল লাগতে শুরু করে তাঁর। রং খেলা শেষে সৃজন স্নান করতে যায়। পর্ণা বুঝতে না পেরে বাথরুমে ঢুকে গেলে সৃজন ভিতর থেকে বাথরুমের দরজা আটকে শাওয়ার খুলে দেয়, একসঙ্গে ভিজতে থাকে দুজন।
তার মধ্যেই এসে পড়ে সৃজনের মা এবং আন্দাজ করে যে ভিতরে সৃজন-পর্ণা দুজনেই আছে। পর্ণা কোনও ভাবে পরিস্থিতি সামাল দিলেও সৃজনের মায়ের সন্দেহ থেকেই যায়। সবটা মিলিয়ে জমজমাট 'নিম ফুলের মধু'। তবে দ্বিতীয় স্থান থেকে এবার পঞ্চম স্থানে নেমে এল 'নিম ফুলের মধু'।
আরও পড়ুন- এ সপ্তাহেও সেরা 'অনুরাগের ছোঁয়া'! টিআরপি তালিকার প্রথম দশে কোন কোন সিরিয়াল, দেখে নিন
'মিঠাই'তে গল্প নিয়েছে নতুন মোড়। ইতিমধ্যেই ফিরে এসেছে মিঠাই। তবে সে হারিয়েছে তার পুরনো স্মৃতি। সিদ্ধার্থ ও পুরো মোদক পরিবার নানা ভাবে মিঠাইয়ের স্মৃতি ফেরানো চেষ্টা করছে। তারমধ্যেই নফর চন্দ্র মিষ্টি আর মিঠাইকে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলে সিদ্ধার্থ নিজের কাছে মিষ্টিকে নিয়ে চলে যায়। সবটা মিলিয়ে মিঠাই কিন্তু টিআরপি তালিকায় এবারেও নিজের জায়গা করে নিয়েছে।
'মেয়েবেলা'তে ডোডো-মৌয়ের বিয়ে হয়েছে। কিন্তু তাও নানা আলোচনায় বার বার উঠে আসছে চাঁদনির কথা। পাশাপাশি বীথি এখনও মেনে নেয়নি মৌকে। অন্যদিকে সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা গিয়েছে যে ডোডো-মৌয়ের ফুলশয্যা। সেখানে ডোডো ঘরের বাইরে যেতে চাইলে মৌ তাকে আটকায় এবং জানায় তাদের সম্পর্ক যেমনই হোক তা যেনো না কোনও ভাবেই পরিবারের অন্য কারুর কাছে প্রকাশ পায়।
তার মধ্যে সেই রাতেই বীথি অসুস্থ হয়ে পড়ে। বীথি কি সত্যি অসুস্থ হয়ে পড়ে নাকি ডোডো-মৌয়ের ফুলশয্যা না হতে দেওয়ার জন্য এরকম করে? মৌ-ডোডোর ভবিষ্যৎ কী হতে চলেছে? এই সব প্রশ্ন ভাবাচ্ছে দর্শকদের। আর সেই প্রশ্ন থেকেই টি আর পি তালিকায় অষ্টম স্থানে 'মেয়েবেলা'।
অন্যদিকে, দোলে জমে উঠেছে 'গাঁটছড়া'তেও। খড়ির অ্যাক্সিডেন্ট হয় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সে হাসপাতাল থেকে উধাও হয়ে যায়। ঋদ্ধিমান তা নিয়ে খুব চিন্তিত হয়ে দোলের দিন তার পরিবারের সকলকে যখন খড়ির কথা জানায় তখনই খড়ি আসে।
সিংহরায় পরিবার দোলের পুজো সেরে রঙখেলায় মেতে ওঠে। তার মধ্যে কুণাল ভাবতে থাকে তার ও বনির সম্পর্কের বিষয়ে তার মাকে কীভাবে রাজি করাবে। শেষ পর্যন্ত কি বনি-কুণালের মিল করাতে পারবে খড়ি-ঋদ্ধি, এই প্রশ্নই টিআরপি তালিকায় অষ্টম স্থানে জায়গা করে দিয়েছে 'মেয়েবেলা'র পাশাপাশি 'গাঁটছড়া'কেও।
সব মিলিয়ে আগের সপ্তাহে তুলনা এই সপ্তাহে সব সিরিয়ালের নম্বরই বেশ কিছুটা বেড়েছে। প্রায় সব মেগাতেই থাকছে দোলের কিছু না কিছু বিশেষ চমক আর এই কারনে কি আবারও নম্বর বাড়ছে বাংলা মেগার?
অন্যান্য ধারাবাহিক গুলি টিআরপি তালিকা কোন কোন স্থান দখল করে নিল দেখে নিন এক নজরে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | জগদ্ধাত্রী |
তৃতীয় | গৌরী এলো |
চতুর্থ | খেলনা বাড়ি |
পঞ্চম | নিম ফুলের মধু |
ষষ্ঠ | পঞ্চমী |
সপ্তম | মিঠাই, হরগৌরী পাইলস হোটেল, বাংলা মিডিয়াম |
অষ্টম | মেয়েবেলা, গাঁটছড়া |
নবম | সোহাগ জল |
দশম | এক্কাদোক্কা |