সূর্য এবং দীপার দুই মেয়ের দেখা হচ্ছে নাচের অনুষ্ঠানে। সোনা সেজেছে কৃষ্ণ এবং রূপা এল রাধা বেশে। সূর্য জানাচ্ছে, রূপা আর সোনা একই স্কুলে পড়াশোনা করবে। দুই মেয়ের পড়াশোনাই দায়িত্বই নিজের কাঁধে নিল তাদের বাবা। লাবণ্য যেন বুঝতে পারছে যে রূপাই তার আর এক নাতনি। মিশকা এবং সূর্য যে বিবাহিত নয়, সেই ভুল ধারণা কিছুতেই ভাঙছে না দীপার। তাই কাছে এসেও আসতে পারছে না যুগল।
advertisement
আরও পড়ুন: সিংহাসন হারাল জগদ্ধাত্রী! মিঠাইয়ের খুনিকে খুঁজে পাওয়া যাবে? জোর টক্করে কে সেরা, দেখুন TRP
আরও পড়ুন: শার্লিকে কোচিংয়ে দিয়ে পার্কে ঘুমাতাম, ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক প্রাক্তন নীল
দ্বিতীয় স্থানে 'জগদ্ধাত্রী'। সেরার থেকে এর নম্বর বেশ অনেকটাই কম। ৮.৮। কৌশিকী জেনে গিয়েছে জগদ্ধাত্রীর আসল পরিচয়। জ্যাস সান্যালই যে জগদ্ধাত্রী, তা পরিবারের এক সদস্যের কাছে ফাঁস হয়ে গেল এই সপ্তাহে। হাসপাতালে কৌশিকীকে বাঁচাতে গিয়ে এই গোপন তথ্য প্রকাশ পেয়ে যায়। সয়ম্ভূ যে ওই বাড়িরই ছেলে, সে কথা প্রমাণ হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে।
বাকি ধারাবাহিকের কে কোথায়, দেখে নেওয়া যাক এক ঝলকে-
প্রথম স্থান | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় স্থান | জগদ্ধাত্রী |
তৃতীয় স্থান | গৌরী এল |
চতুর্থ স্থান | খেলনা বাড়ি |
পঞ্চম স্থান | বাংলা মিডিয়াম, নিম ফুলের মধু |
ষষ্ঠ স্থান | পঞ্চমী, রাঙা বউ |
সপ্তম স্থান | গাঁটছড়া, আলতা ফড়িং |
অষ্টম স্থান | এক্কা দোক্কা |
নবম স্থান | মিঠাই |
দশম স্থান | সাহেবের চিঠি, সোহাগ জল, হরগৌরী পাইস হোটেল |