TRENDING:

Bengali Serial TRP: সিংহাসন হারাল জগদ্ধাত্রী! মিঠাইয়ের খুনিকে খুঁজে পাওয়া যাবে? জোর টক্করে কে সেরা, দেখুন TRP

Last Updated:

ধারাবাহিক শেষ হতে চলল বলে রব উঠেছে চারদিকে। কিন্তু প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়ার পরেও ভাল ব্যাটিং করছে এককালীন বাংলা সেরা 'মিঠাই'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হারানো সিংহাসন আবারও খোয়াল 'জগদ্ধাত্রী'। পর পর সাত বার বেঙ্গল টপার হয়েও গত সপ্তাহ থেকে সেরার স্থান হাতছাড়া। অন্যদিকে 'অনুরাগের ছোঁয়া'-তে মগ্ন দর্শক। টানটান গল্প চলছে সূর্য-দীপার সংসারে।
advertisement

'অনুরাগের ছোঁয়া'-তে দেখানো হচ্ছে, শাশুড়ির আয়োজন করা ফুল সাজানোর প্রতিযোগিতায় অংশ নিয়েছে দীপা। তার বানানো ফুলসজ্জাকেই প্রথম পুরস্কার দিতে চায় শাশুড়ি লাবণ্য। অন্যদিকে মিশকা দীপার নাম খারাপ করানোর চেষ্টা করে চলেছে। দুই মেয়ের জন্য কাছাকাছি আসছে সূর্য-দীপা।

আরও পড়ুন: শার্লিকে কোচিংয়ে দিয়ে পার্কে ঘুমাতাম, ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক প্রাক্তন নীল

advertisement

আরও পড়ুন: শ্রীজাতর মানবজমিন ৫ দিনে মাত্র ৩.২৮ লাখে! প্রযোজক রানা বললেন, আগেই জানতাম, কেন!

কাঁকনকে গুলি করা হয়েছিল 'জগদ্ধাত্রী' মেগাতে। সে নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে জগদ্ধাত্রীকে তাঁর বাড়িতে বারবার কোণঠাসা করার চেষ্টা চলছে। কিন্তু বারবার সম্ভাবনা তৈরি হলেও কিছুতেই নায়িকার আসল পেশা, চরিত্র ফাঁস হচ্ছে না। তার ফলেই হতাশ হয়ে যাচ্ছেন দর্শকরা? বাংলা সেরার জায়গা ছেড়ে দিতে হচ্ছে পর পর দু'বার।

advertisement

ধারাবাহিক শেষ হতে চলল বলে রব উঠেছে চারদিকে। কিন্তু প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়ার পরেও ভাল ব্যাটিং করছে এককালীন বাংলা সেরা 'মিঠাই'। মিঠি আর শাক্যকে অপহরণ নিয়ে তোলপাড় ধারাবাহিকে। মিঠি মিথ্যে বলেছে যে মিঠাই। তার উদ্দেশ্য, মিঠাইয়ের খুনিকে ধরে ফেলা। কিন্তু দুষ্কৃতীরা মিঠিকে মিঠাই ভেবে গুলি করার চেষ্টা করে। কিন্তু সময়মতো পৌঁছে গিয়ে মিঠিকে বাঁচাতে পারবে কি সিদ্ধার্থ?

advertisement

বাকি কোন মেগা তালিকার কোথায়, দেখে নেওয়া যাক-

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রথম স্থান অনুরাগের ছোঁয়া
দ্বিতীয় স্থান জগদ্ধাত্রী
তৃতীয় স্থান খেলনা বাড়ি
চতুর্থ স্থান গৌরী এল
পঞ্চম স্থান পঞ্চমী, বাংলা মিডিয়াম
ষষ্ঠ স্থান নিমফুলের মধু
সপ্তম স্থান মিঠাই
অষ্টম স্থান আলতা ফড়িং
নবম স্থান গাঁটছড়া, রাঙা বউ
দশম স্থান এক্কা দোক্কা

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: সিংহাসন হারাল জগদ্ধাত্রী! মিঠাইয়ের খুনিকে খুঁজে পাওয়া যাবে? জোর টক্করে কে সেরা, দেখুন TRP
Open in App
হোম
খবর
ফটো
লোকাল