TRENDING:

Bengali Serial TRP: নিজের হারানো জায়গা ফিরে পেল 'অনুরাগের ছোঁয়া'! ব্যাপক নম্বর কমল ফুলকির

Last Updated:

নিজের হারানো জায়গা আবার ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’।  সবাইকে পিছনে ফেলে আবার সেরার সেরা সূর্য-দীপা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিজের হারানো জায়গা আবার ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’।  সবাইকে পিছনে ফেলে আবার সেরার সেরা সূর্য-দীপা। সূর্য জেনে গিয়েছে সোনার আসল পরিচিয়, দীপের অন্নপ্রাশনে সেনগুপ্ত বাড়িতে উঠেছে বিরাট ঝড়, সূর্য নিজের মেয়ের পরিচয় দিতে রাজি নয় সোনাকে, তাই  দীপা এবার সোনা-রূপা নিয়ে ছেড়েছে সেনগুপ্ত বাড়ি।
advertisement

সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে সূর্য।  সেই সুযোগ  মিশকা নিতে চাওয়ায় সূর্যর সামনেই দীপার  শাস্তি দেয় মিশকাকে। অন্যদিকে, সূর্য পুরস্কার পাবে, সেই অনুষ্ঠানে সে সোনাকে চায়, তাই আবার সোনা এসেছে সেনগুপ্ত বাড়িতে। আবার কি সব আগের মতো হবে? সূর্য মেনে নেবে সোনাকে? নাকি সোনাকে আবার ফিরে যেতে হবে দীপার কাছে? ঠিক কেমন হবে সোনা-সূর্যের সম্পর্কের সমীকরণ? দর্শকদের এই আগ্রহ থেকেই আবার বেড়েছে টিআরপি টপার  ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু কমেছে নম্বর আগের সপ্তাহে ছিল ৮.৪ এই সপ্তাহে ৮.২।

advertisement

আরও পড়ুন: পুরনো ম্যাজিকে স্বমহিমায় ‘জগদ্ধাত্রী’! চমক দিল ‘কার কাছে কই…’, রইল TRP তালিকা

বেশ কিছুটা নম্বর কমল ‘জগদ্ধাত্রী’, এই সপ্তাহে আবার দ্বিতীয় এই মেগা।  পাশাপাশি ব্যাপক নম্বর কমেছে ‘ফুলকি’।  রোহিততের কাছাকাছি আসতে চেষ্টা করছে ফুলকি। প্রোমতে দেখানো হয়েছে ফুলকি-রোহিতের ফুলশয্যা প্রথম ভাব ভেস্তে যাওয়ায় আবার তাদের ফুলশয্যার আয়োজন হয়েছে,  কিন্তু রোহিতের জীবনে ফিরছে শালিনী। কী হবে ফুলকি-রোহিতের সম্পর্কের ভবিষত? তার উত্তর মিলবে মেগায়। এই সপ্তাহেও তৃতীয় স্থানে এই মেগা।

advertisement

আরও পড়ুন: ‘অনুরাগের ছোঁয়া’র ম্যাজিক অটুট! বড় চমক ‘কার কাছে কই মনের কথা’র, বিনোদনের টানটান এক সপ্তাহ

চতুর্থ স্থানে এবারেও ‘রাঙা বউ’। গত সপ্তাহে সেরা পাঁচে জায়গা করে নিয়ে ছিল সন্ধ্যাতারা। এই সপ্তাহেও তা থাকলেও বেশ কিছুটা নম্বর বাড়ল।যদিও রাঙা বউকে এখনও টেক্কা দিতে পারেনি মেগা।  এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিল ‘কার কাছে কই মনের কথা’ সঙ্গে রইল তুঁতেও।

advertisement

দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রথম অনুরাগের ছোঁয়া
দ্বিতীয়  জগদ্ধাত্রী
তৃতীয় ফুলকি
চতুর্থ রাঙা বউ
পঞ্চম সন্ধ্যাতারা
ষষ্ঠ  নিম ফুলের মধু
সপ্তম বাংলা মিডিয়াম
অষ্টম হরগৌরী পাইস হোটেল
নবম খেলনা বাড়ি 
দশম তুঁতে, কার কাছে কই মনের কথা 

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: নিজের হারানো জায়গা ফিরে পেল 'অনুরাগের ছোঁয়া'! ব্যাপক নম্বর কমল ফুলকির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল