অন্যদিকে ‘জগদ্ধাত্রী’তে ক্রিকেটারের মৃত্যু রহস্য নিয়ে তদন্ত চালাচ্ছে জ্যাস। আর তার মাঝেই কমল নম্বর। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এল ‘জগদ্ধাত্রী’।‘গৌরী এলো’, ‘নিম ফুলের মধু’ যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে তাদের জায়গা ধরে রাখল। সকলকে তাক লাগিয়ে সপ্তম থেকে পঞ্চমে উঠে এল ‘বাংলা মিডিয়াম’।
আরও পড়ুন: TRP-তে চমক! কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ-এর বাজিমাত! দেখে নিন ‘জগদ্ধাত্রী’ কত নম্বরে
advertisement
আগের সপ্তাহে চমক দেওয়া ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর নম্বর আবার বেশ কিছুটা কমলো। ষষ্ঠ থেকে নবম স্থানে নেমে গেল। অন্যদিকে নম্বর কমল ‘খেলনা বাড়ি’র। দশমে নেমে এল এই মেগা। পাশাপাশি জায়গা করে নিল গাঁটছড়া। আর সপ্তাহে এই মেগা ছিল অষ্টম স্থানে। রূপা গঙ্গোপাধ্যায় কিছুদিন আগেই ছেড়েছেন মেয়েবেলা। মেগায় তাঁর চরিত্র নিয়ে নানা বিরূপ মন্তব্য করেন তিনি। এইসব কিছুই কী প্রভাবিত করল মেয়েবেলার টিআরপিকে?
আরও পড়ুন: TRP তালিকায় বিরাট অদলবদল! সূর্য-দীপা হারাল মুকুট! কে হল বেঙ্গল টপার? দেখে নিন
অন্যদিকে রাধিকার অসুস্থতাই নম্বর বাড়ালো ‘এক্কা দোক্কা’র। দশম থেকে এক ধাক্কায় উঠে এল সপ্তমে। কিছু দিন আগেই খড়ি হারা হয়েছে ‘গাঁটছড়া’। এবার কী তবে রাধিকার পালা? এই প্রশ্ন থেকেই বাড়ছে মেগার প্রতি দর্শকদের আগ্রহ। ‘রামপ্রসাদ’ ও ‘মুকুট’ কোনও ভাবে জায়গা করতে পারছে না সেরা দশে। তবে আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে কিছুটা করে বাড়ল নম্বর।
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | জগদ্ধাত্রী |
তৃতীয় | গৌরী এলো |
চতুর্থ | নিম ফুলের মধু |
পঞ্চম | বাংলা মিডিয়াম |
ষষ্ঠ | রাঙা বউ |
সপ্তম | এক্কা দোক্কা |
অষ্টম | মেয়েবেলা |
নবম | কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, হরগৌরী পাইস হোটেল |
দশম | গাঁটছড়া, খেলনা বাড়ি |