শেষ কয়েক মাস ধরেই শুরু হয়েছে স্লট বদলের হিড়িক। আবার সময়ের অদলবদল জি বাংলার মেগায়। বদলে গেল ‘খেলনা বাড়ি’র সময়। তার জায়গায় আসছে নতুন মেগা ‘কার কাছে কই মনের কথা’। এই মেগা দেখা যাবে সন্ধ্যা ৬:৩০। অন্যদিকে সন্ধ্যা ৬:৩০ জায়গায় ‘খেলনা বাড়ি’ দেখা যাবে নতুন সময় রাত ৯:০০ টা।
আরও পড়ুন: ৩০ বছরের ছোট ভারতীয় বংশোদ্ভূত মডেলের প্রেমে লিও? ভাগ্নিকে নিয়ে নীলমের সঙ্গে ডেটে হলি তারকা
advertisement
অন্যদিকে ‘খেলনা বাড়ি’র সময় আসছে নতুন মেগা ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকে অন্যতম একটি প্রধান ভূমিকায় থাকবেন মানালি দে। পাশাপাশি এই মেগার হাত ধরে ‘নেতাজী’র শেষের বেশ কয়েক বছর পর ছোটপর্দায় কামব্যাক করছেন বাসবদত্তা সেনগুপ্ত। সঙ্গে ‘লালকুঠি’র পর আবার মেগায় ফিরছেন স্নেহা। মেগার স্টার কাস্ট দেখে ইতিমধ্যেই অনুরাগীরা খুবই উতসাহিত।
আরও পড়ুন: ঋদ্ধির নয়া প্রেম রুক্মিণী? শ্রীপর্ণার সঙ্গে জুটি গৌরবের, ‘গাঁটছড়া’য় গল্পের নয়া মোড়
প্রোমতে দেখানো হয়েছে অনেক স্বপ্ন নিয়ে শিমূল বিয়ে করে আসছে তার নতুন সংসারে। তবে শুধু সংসার নিয়ে নয়। গান নিয়েও তার চোখে অনেক স্বপ্ন। কিন্তু শ্বশুর বাড়িতে পা রাখতেই তার গান নিয়ে দেখা স্বপ্নে ঘা পরে। শিমূলের শ্বাশুড়ি শিমূলের সঙ্গে আনা হারমোনিয়াম স্টোর রুমে রেখে আসতে বলে। শুধু তাই নয় গায়ের রঙ ও সৌন্দর্য নিয়েও শুনতে হয় নানা কথা। তারপর অবশেষে যখন তার গানের সার্টিফিকেট বাড়িতে আসে তখন তার শ্বাশুড়ি থেকে বর কারুরই সময় হয় না সেটা দেখার। তাই মনের দুঃখে সে তা ছিঁড়ে ফেলে দেয়।
এরপর দেখানো হয়, প্রতিবেশির ছাদে পাড়ার কিছু মহিলা মিলে রোজ বিকেলে চায়ের আসর বসায়। সেখানে শিমূলকে ডাকা হলেও সে কোনও দিন যায় না। অবশেষে সবাই যখন তার ছেঁড়া সার্টিফিকেট জুড়ে তার গানের জন্য তাঁকে উৎসাহ দেয়। আসলে তার মনের কথা না বলতেও বুঝে যায়। কাছের মানুষদের মতোই শিমূলের খুশিতে সমান ভাবে আনন্দিত হয়। তখন শিমূল চোখে জল ধরে রাখতে পারে না। আর এই একাত্ম বোধের জায়গা থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। তাঁদের একসঙ্গে পথ চলা।
এই বন্ধুরা একে অন্যের জন্য কত দূর যেতে পারে তা নিয়েই চলবে এই গল্প। বন্ধু হয়ে পাশে থাকার গল্প নিয়ে আসছে ‘কার কাছে কই মনের কথা’। সবটা মিলিয়ে মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। মানালী থেকে বাসবদত্তা, স্নেহা সকলের ফ্যানেরা ভীষণ ভাবে আশাবাদী। এবার দেখার পালা ঠিক কতটা মনজয় করতে পারে এই মেগা।