TRENDING:

Kar Kache Koi Moner Kotha: ছেলের ফুলশয্যায় পাশে শুলেন মা! 'কার কাছে কই মনের কথা' নিয়ে চরম ট্রোল নেটপাড়ায়

Last Updated:

বিয়ের আবহেই পরাগ এবং শিমূলের ফুলশয্যার রাত। আর সেখানেই যত গন্ডগোল। ছেলের ফুলশয্যার খাটে মা এসে শুয়ে রইলেন, আর তাই নিয়ে চরম ট্রোল নেটিজেনদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেয়েরা মেয়েদের শত্রু নয়, এই বার্তা নিয়ে শুরু হয়েছিল ‘কার কাছে কই মনের কথা’। পাঁচ বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা। মেগা বর্তমানে দেখানো হয়েছে মানালি অর্থাৎ পর্দার শিমূলের বিয়ে হয়েছে। আর এই বিয়ের আবহেই পরাগ এবং শিমূলের ফুলশয্যার রাত। আর সেখানেই যত গন্ডগোল। ছেলের ফুলশয্যার খাটে মা এসে শুয়ে রইলেন, আর তাই নিয়ে চরম ট্রোল নেটিজেনদের।
advertisement

পর্দায় শিমূলের সঙ্গে তা শাশুড়ির সম্পর্ক বিয়ের আগে থেকেই খুব একটা ভাল নয়। আর সে শ্বশুরবাড়িতে পা রাখা থেকে শুরু হয়েছে নানা অশান্তি। তার শাশুড়ির নানা কথা-বার্তা নানা পদক্ষেপ তার জীবনে নানা সম্যার সৃষ্টি করছে। কখন পাড়ার বাচ্চাদের লজেন্স দেওয়া নিয়ে আবার কখন পোলাওতে বেশি ঘি দেওয়া সব নিয়েই কথা শুনতে হচ্ছে শিমূলকে। আর তারপর ফুলশয্যার রাতের যে দৃশ্য দেখানো হয়েছে, তা চরম ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে শিমূল এবং পরাগের প্রথম রাতে অসুস্থতার অজুহাতে মা ছেলের ঘরে আসেন।

advertisement

আরও পড়ুন: ‘ছাড়তে জানতে হয়’ কেন এমন বললেন স্বস্তিকা? পোস্ট দেখে মন খারাপ অনুরাগীদের

তারপর সটান ছেলের-বউমার খাটে শুয়ে পড়েন। শিমূল তার শাশুড়িকে বড় ছেলের পাশাপাশি ছোট ছেলেকেও ডাকতে অনুরোধ জানালে তার শাশুরি জানান, বড় ছেলেই তার শরীরের খেয়াল রাখে তাই তিনি ছোট ছেলে পলাশকে ডাকবেন না। অবশেষে শিমূল বাধ্য হয়ে সোফায় ঘুমিয়ে পড়ে, আর ফুলশয্যার বিছানায় ছেলের সঙ্গে মা নিদ্রা যান।

advertisement

আরও পড়ুন: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! ‘নিম ফুলের মধু’-র অনুরাগীদের মুখে হাসি

এই দৃশ্যের ছবি স্যোশাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ওঠে সমালোচনার ঝড়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। ২০২৩ সালে সিরিয়ালের এমন প্রেক্ষাপট গল্প নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে দর্শকের মনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বর্তমানে মেগায় দেখানো হচ্ছে শিমূল তার বিয়েতে পাওয়া উপহার সবাইকে নিয়ে দেখতে বসেছে। সেখান থেকে সকলের হাতে তুলে দিচ্ছে উপহার৷ সেখানেই তার দেওর একটি ঘড়ি চাইলে সে জানায় ওটা তার বাবার দেওয়া। তার বাবা চাইত ওই ঘড়ি তার জামাই পড়ুক। আর তাই নিয়েই গন্ডগোল দেখা দেয়। পাশাপাশি শিমূলের গয়না তার শাশুরি নিজের কাছে রাখতে চাওয়া থেকেও শুরু হয় অশান্তি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kar Kache Koi Moner Kotha: ছেলের ফুলশয্যায় পাশে শুলেন মা! 'কার কাছে কই মনের কথা' নিয়ে চরম ট্রোল নেটপাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল