পর্দায় শিমূলের সঙ্গে তা শাশুড়ির সম্পর্ক বিয়ের আগে থেকেই খুব একটা ভাল নয়। আর সে শ্বশুরবাড়িতে পা রাখা থেকে শুরু হয়েছে নানা অশান্তি। তার শাশুড়ির নানা কথা-বার্তা নানা পদক্ষেপ তার জীবনে নানা সম্যার সৃষ্টি করছে। কখন পাড়ার বাচ্চাদের লজেন্স দেওয়া নিয়ে আবার কখন পোলাওতে বেশি ঘি দেওয়া সব নিয়েই কথা শুনতে হচ্ছে শিমূলকে। আর তারপর ফুলশয্যার রাতের যে দৃশ্য দেখানো হয়েছে, তা চরম ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে শিমূল এবং পরাগের প্রথম রাতে অসুস্থতার অজুহাতে মা ছেলের ঘরে আসেন।
advertisement
আরও পড়ুন: ‘ছাড়তে জানতে হয়’ কেন এমন বললেন স্বস্তিকা? পোস্ট দেখে মন খারাপ অনুরাগীদের
তারপর সটান ছেলের-বউমার খাটে শুয়ে পড়েন। শিমূল তার শাশুড়িকে বড় ছেলের পাশাপাশি ছোট ছেলেকেও ডাকতে অনুরোধ জানালে তার শাশুরি জানান, বড় ছেলেই তার শরীরের খেয়াল রাখে তাই তিনি ছোট ছেলে পলাশকে ডাকবেন না। অবশেষে শিমূল বাধ্য হয়ে সোফায় ঘুমিয়ে পড়ে, আর ফুলশয্যার বিছানায় ছেলের সঙ্গে মা নিদ্রা যান।
আরও পড়ুন: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! ‘নিম ফুলের মধু’-র অনুরাগীদের মুখে হাসি
এই দৃশ্যের ছবি স্যোশাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ওঠে সমালোচনার ঝড়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। ২০২৩ সালে সিরিয়ালের এমন প্রেক্ষাপট গল্প নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে দর্শকের মনে।
বর্তমানে মেগায় দেখানো হচ্ছে শিমূল তার বিয়েতে পাওয়া উপহার সবাইকে নিয়ে দেখতে বসেছে। সেখান থেকে সকলের হাতে তুলে দিচ্ছে উপহার৷ সেখানেই তার দেওর একটি ঘড়ি চাইলে সে জানায় ওটা তার বাবার দেওয়া। তার বাবা চাইত ওই ঘড়ি তার জামাই পড়ুক। আর তাই নিয়েই গন্ডগোল দেখা দেয়। পাশাপাশি শিমূলের গয়না তার শাশুরি নিজের কাছে রাখতে চাওয়া থেকেও শুরু হয় অশান্তি।