TRENDING:

Bengali Reality Show TRP: রচনার জয়জয়কার! আবারও একঝাঁক তারকাকে হারিয়ে সেরা হলেন টলি নায়িকা, কোথায় জানেন!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রিয়্যালিটি শো-তে 'দিদি নম্বর ১'-এর জয়জয়কার। এবারের টিআরপি তালিকায় 'স্টার জলসা'কে পিছনে ফেলে বাজিমাত করল 'জি বাংলা' রিয়্যালিটি শোগুলি। 'দিদি নম্বর ১' থেকে 'ডান্স বাংলা ডান্স' 'জি বাংলা'র কোনও রিয়্যালিটি শোকে টক্কর দিতে পারল না 'সুপার সিঙ্গার'। তবে 'দিদি নম্বর ১' টিআরপি তালিকায় প্রথম হলেও নম্বর কমল যথেষ্ঠ। আগের সপ্তাহে যেখানে নম্বর ছিল ৬.৪। এবার সেখানে ৫.২।
TRP-তে রচনার জয়জয়কার!
TRP-তে রচনার জয়জয়কার!
advertisement

অন্যদিকে 'সুপার সিঙ্গার'কে টক্কর দিলেও গত সপ্তাহে সবচেয়ে এগিয়ে থাকা 'ডান্স বাংলা ডান্স' এবার দ্বিতীয় স্থানে। 'ডান্স বাংলা ডান্সে'র নম্বরে বিরাট পতন। আগের সপ্তাহে যেখানে নম্বর ছিল ৭.৪, এবার সেখানে ৪.৭।

আরও পড়ুন-  মেগার নম্বর কমছে হু হু করে! দর্শকদের আগ্রহ কমছে? এবার সেরার স্থানে কে

advertisement

এতদিন বিচারকের আসনে দেখা যেত মিঠুন চক্রবর্তীর, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। তবে এই সপ্তাহে মৌনি রায়ের জায়গায় বিচার হিসেবে দেখা গিয়েছে দেবশ্রী রায়কে।

আরও পড়ুন- আবার বড় পর্দায় 'ভুলভুলাইয়া ৩'! এবার মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার না কার্তিক আরিয়ান? জানুন

অন্যদিকে মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি অভিজিৎ ভট্টাচার্যর মতো বিখ্যাত গায়ককে নিয়ে এসে চমক দিতে চাইলেও। বিশেষ কোনও লাভ হল না। কারণ টিআরপি তালিকায় সবচেয়ে পিছিয়ে পড়ল 'সুপার সিঙ্গার'। পাশাপাশি নম্বরের দেখা গেল পতন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

‘সুপার সিঙ্গার’-এর চতুর্থ সিজন নানা ভাবে ছক ভেঙেছে রিয়্যালিটি-এর মঞ্চে। প্রথমবার রূপান্তরকামী অন্বেষার প্রতিভার কদর করেছে স্টার জলসার এই প্রতিযোগিতা। কিন্তু তার পরেও সেরার স্থান দখল করতে পারছে না চ্যানেলের একমাত্র রিয়্যালিটি শো।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality Show TRP: রচনার জয়জয়কার! আবারও একঝাঁক তারকাকে হারিয়ে সেরা হলেন টলি নায়িকা, কোথায় জানেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল