TRENDING:

Bengali New Film: বাংলা ছবিতে নতুন গোয়েন্দা জীতু কমল! টেক্কা দিতে পারবেন ফেলুদা-ব্যোমকেশ-শবরদের?

Last Updated:

Bengali New Film: ফেলুদা-ব্যোমকেশ-কিরীটি-শবরদের বাঙালির মনে চিরকালই আলাদা জায়গা আছে। এবার সেই তালিকায় নাম লেখালেন নতুন এক গয়েন্দা। তবে, এই গোয়েন্দা অনেক বেশি ‘অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ পর্দা হোক বা সাহিত‍্য গয়েন্দাদের চাহিদা সর্বত্র। ফেলুদা-ব্যোমকেশ-কিরীটি-শবরদের বাঙালির মনে চিরকালই আলাদা জায়গা আছে। এবার সেই তালিকায় নাম লেখালেন নতুন এক গয়েন্দা। তবে, এই গোয়েন্দা অনেক বেশি ‘অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ’। ডাক্তারি পড়া এবং ক্রিকেট খেলাই তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু ঘটনাচক্রে এবং খানিকটা নিজের জামাইবাবুর জোড়ে সে গোয়েন্দাগিরি শুরু করে। ছবিতে গয়েন্দার চরিত্রে অভিনয় করবেন জীতু কমল। এবং তাঁর জামাইবাবুর চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে। গল্প দুলাল দে-র। ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতেই প্রথম পরিচালনায় হাতেখড়ি হচ্ছে সাংবাদিক দুলাল দের।
বাংলা ছবিতে নতুন গোয়েন্দা জীতু কমল
বাংলা ছবিতে নতুন গোয়েন্দা জীতু কমল
advertisement

আরও পড়ুনঃ প্রায় ২০০ ফ্লপ ছবি! খিদে পেটে রাত কেটেছে ফুটপাথে! আজ কোটির কোটির মালিক এই সুুপারস্টার

পরিচালকের কথায় গল্পের অনেকগুলো দিক রয়েছে। সাধারণ গোয়েন্দাদের মতো নয় এই গল্পের নায়ক। সে দারুণ ক্রিকেট খেলে। ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র। পাশাপাশি খুব বুদ্ধি ধরে। একটি ঘটনায় সে কোনও ভাবে জড়িয়ে পড়ে বলেই গোয়েন্দাগিরি করা শুরু করে। জীতু এবং শিলাজিৎ ছাড়াও ছবিতে দেখা যাবে রফিয়াত রশিদ মিথিলা, সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে-র মতো আরও অনেক অভিনেতাকে। অতিথি চরিত্রে দেখা যাবে কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। ছবির সিনেম্যাটোগ্রাফি করবেন প্রতীপ মুখোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি, AM মেডিক্যাল সেন্টারে “ওরাল অ্যান্ড স্কিন হেলথ সিক্রেটস ফর এ রেডিয়েন্ট গ্লো” বিষয়ক একটি আলোচনাসভার আয়োজন করা হয়, যার মধ্যে ছিলেন নেতৃস্থানীয় প্রস্থোডন্টিস্ট এবং এএম মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুন চট্টরাজ, সম্মানিত চর্মরোগ বিশেষজ্ঞ ড. শুভ্র ভট্টাচার্য, শ্রী কানাদ মৈত্র, এএম মেডিক‍্যাল সেন্টারের ডিরেক্টর। তাছাড়াও আলোচনাসভায় যোগ দেন ‘অরণ্যর প্রচীন প্রবাদ’-এর কাস্ট অভিনেতা জিতু কামাল, রাফিয়াথ রশিদ মিথিলা, এবং সুহোত্র মুখোপাধ্যায়। প্যানেলিস্টরা মৌখিক এবং ত্বকের স্বাস্থ্য অনুশীলনের মাধ্যমে একটি উজ্জ্বল চেহারা অর্জন এবং বজায় রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ ভাগ করে নিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali New Film: বাংলা ছবিতে নতুন গোয়েন্দা জীতু কমল! টেক্কা দিতে পারবেন ফেলুদা-ব্যোমকেশ-শবরদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল