বুকভরা সাহস, আত্মবিশ্বাস, ভাগ্যের জোর আর শক্তি এই চারের মিশেল থাকলে পঞ্চইন্দ্রিয়র দুই ইন্দ্রিয় কাজ না করলেও থোরাই কেয়ার ৷ রাজু, পিকু, ইমলি, অর্কো আর তিতলি ৷ এই তো, এই পাঁচ ক্ষুদের কথাই ধরুন না ৷ গরমের ছুটির সময় যখন হস্টেলের অন্যান্য বাচ্চারা বাড়িতে ছুটি কাটাতে চলে গিয়েছে ৷ তখনও তাঁরা হস্টেলেই ৷ কেন না বিভিন্ন কারণে তাদের বাবা-মা বাড়িতে নিয়ে যাননি তাদের ৷
advertisement
ছুটির সময় প্রায় শুনসান হস্টেল ৷ হঠাৎ একদিন তারা হস্টেলের চারপাশে কিছু অচেনা মানুষের আনাগোনা লক্ষ্য করে ৷ শুরু হয় পর্যবেক্ষণ ৷ তারা জানতে পারে যে, ওই অচেনা মানুষগুলোও ওই হস্টেলেই থাকতে শুরু করেছে ৷ আর এরপর থেকেই গল্পের মোড় ঘুরে যায় ৷ রাতারাতি এই পাঁচ মুক ও বধির শিশুর মধ্যে গোয়েন্দ সত্তা জেগে ওঠে ৷ ওই অচেনা মানুষগুলোর উপর বেড়ে যায় নজরদারি ৷ মারাত্মক কিছু করার জল্পনা থাকলেও ৷
অচেনা মানুষগুলোর সেই পরিকল্পনা কী করে তারা বানচাল করে দেয়, সেই রোমহর্ষক গল্পই বলতে আসছে পরিচালক সুদীপ দাসের ছবি ‘শব্দ কল্প দ্রুম’৷ আগামী ৬ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ মুক ও বধির শিশুদের ব্যক্তিগত চাওয়া পাওয়া, আনন্দ-নিরানন্দ, নিজেদের মধ্যে কথাবার্তার সঙ্কেত এ সব নিয়ে পঙ্কজ দাস প্রযোজিত এই ছবিতে অন্য ধরনের স্বাদ পাবেন দর্শকরা ৷ ছবিতে পাঁচটি শিশুর চরিত্রে অভিনয় করেছেন সম্রাট বণিকে, সুহৃদ চৌধুরী, অঙ্কিতা প্রামাণিক, সোহম রায়, নৌসিন দাস ৷ এছাড়া এই ছবিতে দেকা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে ৷ সঙ্গে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, সমদর্শী দত্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং সুমিত সমাদ্দার ৷ এছাড়া এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠে একটি আবৃত্তিও শোনা যাবে ৷
‘শব্দ কল্প দ্রুম’ছবিতে সমদর্শী দত্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এবং ধৃতিমান চট্টোপাধ্যায় ৷ ছবি: আরোন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ৷
পাঁচ বছর আগেই তৈরি হয়েছিল নব্বই মিনিটের এই ছবি ৷ তবে, ছবির প্রযোজক পঙ্কজ দাস অসুস্থ থাকায় ছবিটি মুক্তি পেতে দেরি হল ৷ তবে, পরিচালকের দাবি এক্কেবারে অন্য ধরনের একটি ছবির উপহার পাবেন বাঙালি দর্শকরা ৷