বাঙালি চিরকাল রহস্য রোমাঞ্চ পছন্দ করেন, তা সে গল্প পড়া হোক বা ছবির পর্দায়৷ ফলে ভাগ্যলক্ষ্মীর টিজার থেকেই একটা আগ্রহ তৈরি হচ্ছে৷ ঋত্বিক ও সোলাঙ্কি ছাড়াও এই ছবিতে রয়েছেন, রতন সরখেল, স্বস্তিকা দত্ত , লোকনাথ দে, নীল মুখোপাধ্যায় , সুব্রত দত্ত , দেবপ্রিয় মুখোপাধ্যায় , যুধাজিৎ সরকার।
আরও পড়ুনFraud in New Town: নিউটাউনে হিডকোর জমি বিক্রির নামে প্রতারণা, পুলিশের জালে ধরা পড়লেন ১ মহিলা
advertisement
মধ্যবিত্ত সংসারে সবসময় টাকার চাহিদা থেকে যায়৷ কিন্তু সেই চাহিদা পূরণে কী কোনও অপরাধের সঙ্গে জুড়ে যায় ছবির সত্য ও কাবেরীর জীবন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷ একই সঙ্গে কোনও সাধারণ মানুষের যে একটা ক্রিমিনাল মাইন্ড থাকতে পারে, তারও ইঙ্গিত মিলেছে এই ছবির টিজারে৷ ফলে ক্রাইম থ্রিলারের সঙ্গে এক ধরনের সাইকোলজির ট্রিটমেন্ট করা হয়েছে ছবিতে, তা স্পষ্ট৷ ফল এই দম্পতি আদৌ অপরাধী নাকি পরিস্থিতির শিকার তা ছবি দেখলেই বোঝা যাবে৷
এর আগে সম্পর্কে গল্প শুনিয়েছেন মৈনাক৷ এর আগে তিনি যে ছবিগুলি করেছিলেন তার সবই পরিবার ও সম্পর্কের গল্প বলেছে।