সোশ্যাল হ্যান্ডেলে দেব লিখেছেন, ‘১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য রুক্মিণী অসংখ্য শুভেচ্ছা তোমায়। তোমার শক্তিশালী চিত্রায়ণ আরও অনুপ্রাণিত করুক এবং উজ্জ্বল হয়ে থাকুক।’
advertisement
বড়পর্দায় নিখুঁতভাবে ‘বিনোদিনী’ চরিত্র ফুটিয়ে দর্শকের প্রশংসা কুরিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’ সিনেমার জন্য ১৫ তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার জিতলেন নায়িকা। এই ছবি তাঁর জীবনে খুবই বিশেষ তা সবসময় স্বীকার করেছেন অভিনেত্রী। দেবের প্রজোযনায় এবং রামকমল মুখোপাধ্যায় পরিচালনায় চলতি বছরের শুরু দিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
আরও পড়ুনঃ গরমের ছুটি স্কুলে স্কুলে! মে মাসে আরও ছুটি? পরপর ৪দিন বন্ধ সরকারি অফিসও! কবে কবে ছুটি? দেখুন তালিকা
বিনোদিনী চরিত্রের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন রুক্মিণী। একদিকে যেমন দর্শকের উচ্ছ্বাস আর ভালবাসা পেয়েছেন অন্যদিকে দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের মতো সম্মানীয় মঞ্চে পুরস্কৃত হয়ে খুশি নায়িকা।