TRENDING:

Prabhat Roy Health Update: কতটা আশঙ্কাজনক প্রভাত রায়! এখন কেমন আছেন বর্ষীয়ান পরিচালক

Last Updated:

Prabhat Roy Health Update: সূত্রের খবর, এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান পরিচালক৷ তবে আগের চেয়ে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুতর অসুস্থ হয়ে কয়েকদিন আগেই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন টলিপাড়ার স্বনামধন্য পরিচালক প্রভাত রায়৷পরিচালক প্রভাত রায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা৷ এখন কেমন আছেন তিনি তা জানতেই সকলেই মুখিয়ে রয়েছেন৷
 হাসপাতালে ভর্তি পরিচালক প্রভাত রায়
হাসপাতালে ভর্তি পরিচালক প্রভাত রায়
advertisement

সূত্রের খবর, এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান পরিচালক৷ তবে আগের চেয়ে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গেছে৷ হাসপাতাল থেকে জানা গেছে, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি৷ ইতিমধ্যেই পরিচালকের হেমো ডায়ালিসিস করানো হয়েছে৷ তারপর অনেকটাই ভাল আছেন তিনি৷

আরও পড়ুন-       মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

advertisement

আরও পড়ুন-      মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

পরিচালকের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর আত্মজীবনীর সহ লেখক তথা প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য৷ একতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আমার বাবি, প্রভাত রায় ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত ছয়দিন ধরে হাসপাতালে ভর্তি ৷ দীর্ঘদিন ধরেই তাঁর পুরনো কিডনির সমস্যা রয়েছে, এবং ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছিল৷ তারপরও ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানেই প্রথম ডায়ালিসিস করা হয়েছে৷ আপাতত তিনি এখন ভাল রয়েছেন৷

advertisement

বর্ষীয়ান পরিচালককে দেখাশুনার দায়িত্ব নিয়েছেন একতা৷ এমনকি প্রভাত রায়কে বাবা বলেও ডাকেন তিনি৷ পরিচালকও তাঁকে মেয়ের মতো স্নেহ করেন৷ তবে এতদিন পরিচালকের অসুস্থতার খবর সকলকে না জানানোর বিষয়ে নিয়েও মুখ খুলেছেন একতা৷ তিনি বলেন বাবির অনুরোধ ছিল, আমি যাতে এই অসুস্থতার খবরটা গোপন রাখি৷ কারণ সামনেই তাঁর আত্মজীবনী প্রকাশ পাবে৷ সেই তারিখও বদলানো হয়নি৷ সকলের কাছে একটাই অনুরোধ বাবির জন্য দ্রুত আরোগ্য কামনা করুন৷ একতার এই পোস্টে সকলেই পরিচালকের আরোগ্য কামনা করেছেন৷ উল্লেখ্য,গত বছরও উচ্চ রক্তচাপজনিত সমস্যা বেড়ে গিয়েছিল৷ তখনও পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ প্রায় দেড় সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর ছেড়ে দেওয়া হয়৷ এবারও যাতে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, সেই প্রার্থনা করছেন সকল অনুরাগীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Prabhat Roy Health Update: কতটা আশঙ্কাজনক প্রভাত রায়! এখন কেমন আছেন বর্ষীয়ান পরিচালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল