TRENDING:

এবার বড়পর্দায় লকডাউনের গল্প

Last Updated:

করোনা রুখতে লকডাউন ৷ আর লকডাউনের ফাঁদে পড়ে একেবারেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল টলিপাড়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা রুখতে লকডাউন ৷ আর লকডাউনের ফাঁদে পড়ে একেবারেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল টলিপাড়া ৷ তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে শহর, স্বাভাবিক ছন্দে ফিরছে টলিউড ৷ সেই ছন্দের সঙ্গেই তাল মিলিয়ে সম্প্রতি হয়ে গেল পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের নতুন ছবির লুক টেস্ট৷
advertisement

আর্টেজ মিডিয়া ও প্যানডেমোনিয়াম প্রোডাকশনের ব্যানারেই তৈরি হচ্ছে এই ছবি ৷ এই ছবিতে দেখা যাবে সোহম, শ্রাবন্তী, ওম, বনি, মানালি, রাজনন্দিনীকে৷ লুক টেস্টে হাজির ছিলেন সবাই ৷

ছবির গল্প নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ ছবির পরিচালক অভিমন্যু ৷ তবুও যতটুক জানা গিয়েছে, তা হল এই ছবির গল্পে উঠে আসবে লকডাউন পরিস্থিতির কথা ৷ এই ছবির প্রেক্ষাপটই থাকবে লকডাউন ৷ জানা গিয়েছে, গল্প ঘোরাফেরা করবে এই লকডাউনকে নিয়েই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগে বাংলা ধারাবাহিকের বিভিন্নভাবে করোনাকে নিয়ে আসা হয়েছে ৷ অভিমন্যুর এই নতুন ছবিই হয়তো প্রথম বড়পর্দায় করোনা ও লকডাইন নিয়ে৷ ছবির নাম কি? জানতে চাইলে, সেটাও আপাতত গোপন রাখতে চান পরিচালক ৷ শুধু জানান জলদিই ফাঁস হবে সব তথ্য ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার বড়পর্দায় লকডাউনের গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল