TRENDING:

বাংলার পরিচালকরা জানেন কীভাবে গল্প বলতে হয়: অমিতাভ বচ্চন

Last Updated:

সত্তর দশক থেকে ২০১৬ ৷ হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে সুজিত সরকার, অনিরুদ্ধ রায় চৌধুরী ৷ বাঙালি পরিচালকের সঙ্গে কাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সত্তর দশক থেকে ২০১৬ ৷ হৃষিকেশ মুখোপাধ্যায় থেকে সুজিত সরকার, অনিরুদ্ধ রায় চৌধুরী ৷ বাঙালি পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম নয় অমিতাভ বচ্চনের ৷ কেরিয়ারের শুরুটাই তো হয়েছিল এই কলকাতা ও পরিচালক মৃণাল সেনের হাত ধরে ৷ ‘পিঙ্ক’ প্রতিবাদের মাঝে বাঙালি পরিচালকদের নিয়ে নস্ট্যালজিক হয়ে পড়ার আভাস পাওয়া গেল অমিতাব বচ্চনের চোখে মুখে ৷ বুধবার শহর কলকাতায় এসে, তাই অমিতাভ বচ্চন বলেই ফেললেন, ‘বাঙালি পরিচালকরা জানেন কীভাবে ছবির গল্প বলতে হয় ৷ দর্শকদের নার্ভ খুব ভালোভাবে ধরতে পারেন বাঙালি পরিচালকরা ৷’
advertisement

সুজিত সরকারের ‘পিকু’ ছবি হোক বা ঋভু দাশগুপ্ত ‘তিন’ ৷ আর এবার অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘পিঙ্ক’ ! বাংলা পরিচালকদের সঙ্গে কাজ করা শুরু সেই সত্তর দশক থেকেই ৷ হৃষিকেশ মুখোপাধ্যায়, বাসু চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, বহু বাঙালি পরিচালকের কাজ করেছেন অমিতাভ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

সেই সূত্র ধরেই অমিতাভ জানালেন, ‘বাঙালি পরিচালকরা আমাকে বেছে নিয়েছিলেন, তাঁর জন্য সত্যিই গর্ব বোধ করি ৷ তবে বাঙালি পরিচালকদের মধ্যে ছবি নিয়ে অদ্ভুত ইমোশন কাজ করে ৷ যেটা ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে ৷ যেমন, পিঙ্ক ছবিতে সুজিত সরকার বহু দৃশ্যেকে বার বার নতুন নতুন অ্যাঙেলে ধরতে চেয়েছেন ৷ আর সব থেকে বড় ব্যাপার হল আমার কেরিয়ারের প্রথম ধাপই তো বাঙালি পরিচালক মৃণাল সেনের হাত ধরে ৷ তাঁর ছবি ভুবন-সোম-এ ভয়েস ওভার দিয়েছিলাম৷ এর থেকে বড় পাওনা কী আর আছে !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলার পরিচালকরা জানেন কীভাবে গল্প বলতে হয়: অমিতাভ বচ্চন