সুজিত সরকারের ‘পিকু’ ছবি হোক বা ঋভু দাশগুপ্ত ‘তিন’ ৷ আর এবার অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘পিঙ্ক’ ! বাংলা পরিচালকদের সঙ্গে কাজ করা শুরু সেই সত্তর দশক থেকেই ৷ হৃষিকেশ মুখোপাধ্যায়, বাসু চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, বহু বাঙালি পরিচালকের কাজ করেছেন অমিতাভ ৷
সেই সূত্র ধরেই অমিতাভ জানালেন, ‘বাঙালি পরিচালকরা আমাকে বেছে নিয়েছিলেন, তাঁর জন্য সত্যিই গর্ব বোধ করি ৷ তবে বাঙালি পরিচালকদের মধ্যে ছবি নিয়ে অদ্ভুত ইমোশন কাজ করে ৷ যেটা ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে ৷ যেমন, পিঙ্ক ছবিতে সুজিত সরকার বহু দৃশ্যেকে বার বার নতুন নতুন অ্যাঙেলে ধরতে চেয়েছেন ৷ আর সব থেকে বড় ব্যাপার হল আমার কেরিয়ারের প্রথম ধাপই তো বাঙালি পরিচালক মৃণাল সেনের হাত ধরে ৷ তাঁর ছবি ভুবন-সোম-এ ভয়েস ওভার দিয়েছিলাম৷ এর থেকে বড় পাওনা কী আর আছে !’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2016 4:01 PM IST