TRENDING:

Sreela Majumdar Death: নক্ষত্রপতন, প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী

Last Updated:

Sreela Majumdar Death: ফের নক্ষত্রপতন বিনোদন জগতে৷ প্রয়াত হলেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের নক্ষত্রপতন বিনোদন জগতে৷ প্রয়াত হলেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার৷ বছরের শুরুতেই ছেড়ে চলে যাচ্ছেন একের পর এক প্রিয়জন৷ ফের অভিনেত্রীর মৃত্যু এক মুহূর্তে নাড়িয়ে দিল সবাইকে৷ অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
প্রয়াত শ্রীলা মজুমদার
প্রয়াত শ্রীলা মজুমদার
advertisement

বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী৷ অবশেষে মারণরোগের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি দিলেন বাঙালি অভিনেত্রী৷ কলকাতায় টালিগঞ্জের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী৷ স্বামী ও ছেলের সঙ্গে টালিগঞ্জেই থাকতেন অভিনেত্রী৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৫ বছর৷ শ্রীলার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি৷

advertisement

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্রের আকস্মিক প্রয়াণ কোনওমতেই মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির কেউই৷ স্বর্ণযুগের অভিনেত্রী বাংলা সিনেমাতেই শুধু থেমে থাকেননি, বরং টলিপাড়ার গন্ডি পেরিয়ে হিন্দি ছবিতেও নামকরা তারকাদের সঙ্গে কাজ করেছেন শ্রীলা মজুমদার৷ বাস্তব জীবনের বিভিন্ন ঘাত- প্রতিঘাতের ছবি তাঁর অভিনয়ের মধ্য দিয়ে বারবার ফুটে উঠেছে৷ শুধু অভিনয় দিয়ে নয়, বরং তার গলার স্বর তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে দর্শকমনে৷

advertisement

আরও পড়ুন-                  একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-               স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি

বয়স মাত্র ১৬ বছর৷ স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের হাত ধরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা অভিনেত্রীর৷ সেই ছোট্ট বয়সে নাটকের মহড়া থেকে তুলে এনে ছবিতে সুযোগ দিয়েছিলেন মৃণাল সেন৷ ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত ‘পরশুরাম’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী৷ এছাড়াও মৃণাল সেনের আরও ছয়টি ছবিতে অভিনয় করেছেন তিনি৷ একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের৷ যেমন- ‘একদিন ‘, ‘অকালের সন্ধানে ‘, ‘খারিজ ‘, ‘চোখের মতো ‘ ছবিতে অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তিনি৷ এছাড়াও পরিচালক গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’ ছবিতে তিনি আলাদা জনপ্রিয়তা পেয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০০৩ সালে ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় কন্ঠ দিয়েছিলেন শ্রীলা মজুমদার৷ টলিউড ছাড়াও বলিউডের প্রথমসারির তারকা শাবানা আজমি, স্মিতা পাটিল, নাসিরুদ্দিন শাহ-র সঙ্গে পর্দায় দেখা গিয়েছে শ্রীলা মজুমদারকে৷ অভিনয় জীবনে অসংখ্য পুরস্কারও জিতেছেন অভিনেত্রী৷ অবশেষে মারণরোগের কাছে হার মেনে মাত্র ৬৫-তেই অমৃতলোকে পাড়ি দিলেন বাঙালি অভিনেত্রী শ্রীলা মজুমদার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sreela Majumdar Death: নক্ষত্রপতন, প্রয়াত শ্রীলা মজুমদার, ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল