তবে রোশনই অবশ্য প্রথমে মুখ খুলেছিলেন ৷ জানিয়েছিলেন, দুর্গাপুজোর আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা ৷ ঠিক কী কারণে আলাদা থাকছেন, তা অবশ্য স্পষ্ট করেননি কেউ-ই ৷ তবে ইনস্টাগ্রামের পোস্টে নানাভাবে বিয়ে, সম্পর্ক, নিয়ে ইঙ্গিতবাহী পোস্টও দিচ্ছেন রোশন ও শ্রাবন্তী ৷
এই যেমন সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ফের শোরগোল ৷ যেভাবে শ্রাবন্তী তাঁর পোস্টে ‘স্ট্র উইম্যান’-এর কথা লিখেছেন, তা নিয়ে নেটিজেনরা ইতিমধ্যেই জল্পনা শুরু করে ফেলেছেন ৷
শ্রাবন্তী পোস্টে লিখলেন, ‘তুমি আমাকে ভাঙতেই পারো, তবে তার স্থায়িত্ব অল্পদিনের ৷ যে আসল নারী সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে ৷’
অনেকে তো মনে করছেন, শ্রাবন্তীর এই স্ট্রং হওয়ার ব্যাপারটা নতুন কোনও ঝড়ের সন্ধান দিচ্ছে ৷ অনেকে মনে করছেন, হয়তো স্বাধীনতার স্বাদ পেতেই রোশনের থেকে আলাদা হয়েছেন শ্রাবন্তী ৷ তবে সবই এখন জল্পনা৷ যতক্ষণ না এই নিয়ে শ্রাবন্তী ও রোশন স্পষ্টভাবে মুখ খুলছেন, ততক্ষণ নানা স্পেকুলেশন, গুঞ্জন চলবেই ৷