সতরূপার দুই মেয়ে চিত্রাঙ্গদা ও ঋতাভরী৷ দুজনেই এখন প্রতিষ্ঠিত৷ সতরূপা নিজেও একজন সনামধন্য পরিচালক৷ তাঁর প্রাক্তন স্বামী উৎপলেন্দু চক্রবর্তীর সঙ্গে অনেকদিনই সম্পর্ক নেই তাদের৷ মেয়েদের একা মানুষ করেছেন৷ মেয়েরাও ভীষণভাবে শ্রদ্ধাশীল মায়ের প্রতি৷ মা তাঁদের জীবনের সবটুকু, বারবারই বলেন মেয়েরা৷ মায়ের প্রতি কৃতজ্ঞতা দেখাতেই এবার ফাদার্স ডে বেছে নিলেন তাঁর মেয়ে চিত্রাঙ্গদা৷
advertisement
আরও পড়ুন 'বাবা, তোমার নীতি জীবনভর মেনে চলব', গালে হলুদ, বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন নুসরত
ফেসবুকে চিত্রাঙ্গদা চক্রবর্তী স্পষ্ট জানিয়েছে যে এবার থেকে তাঁর নাম চিত্রাঙ্গদা চক্রবর্তী থেকে চিত্রাঙ্গদা সতরূপা হয়ে যাবে৷ এরফলে সবসময়ের জন্য নিজের নামের সঙ্গে মায়ের নাম যুক্ত হবে অভিনেত্রীর৷ মায়ের ঋণ কোনওভাবে শোধ করা যায় না, কিন্তু এরমাধ্যমে মাকে সম্মান জানানোর কথা বললেন চিত্রাঙ্গদা৷ কিছু আইনি নিয়ম পার করেই চিত্রাঙ্গদা সতরূপা বলে বদলে যাবে তার নাম৷ সতরূপাও মেয়ের এই পোস্ট শেয়ার করেছেন৷
বিভিন্ন শর্ট ফ্লিমে নিয়মত দেখা যায় চিত্রাঙ্গদাকে৷ বাংলা ছবি আহারে মনেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি৷