TRENDING:

Actor Battling Cancer: শয্যাশায়ী জনপ্রিয় অভিনেতা, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যতের 'আত্মারাম', চলছে মৃত্যুর সঙ্গে লড়াই

Last Updated:

Actor Battling Cancer: গুরুতর অসুস্থ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা উদয় শঙ্কর পাল৷ শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিনোদন জগতে জন্য সময়টা মোটেই ভাল নয়৷ একের পর এক খারাপ খবরে সকলের মন ভারাক্রান্ত৷ গুরুতর অসুস্থ টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা উদয় শঙ্কর পাল৷ শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসার৷ এই খবর শোনা মাত্রই তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন ভক্তরা৷
উদয় শঙ্কর পালবিছানায় শয্যাশায়ী জনপ্রিয় অভিনেতা, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যতের 'আত্মারাম'
উদয় শঙ্কর পালবিছানায় শয্যাশায়ী জনপ্রিয় অভিনেতা, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যতের 'আত্মারাম'
advertisement

থিয়েটার দিয়েই পথচলা শুরু অভিনেতার৷ একের পর এক ছবিতে একাধিক চরিত্র অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন ভূতের ভবিষ্যতের ‘আত্মারাম’৷ শিল্পী অভিজিৎ পাল সোশ্যাল মিডিয়ায় তাঁর এই শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে এনেছেন৷ যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

advertisement

অভিজিৎ পাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার প্রিয় উদয় দা। আমাদের সব্বার প্রিয় @আত্মারাম। একজন মারাত্মক চরিত্র অভিনেতা।এতো আড্ডা এতো স্ক্রিপ্ট নিয়ে কাঁটাছেড়া। এতো ভাবনা এতোপথ চলা। গত দুদিন আগে জানতে পারা মারণরোগ ক্যান্সার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ। এইতো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এতো কথা হলো। সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসেবে কোনোদিন কাজ করেননি। আমি চেষ্টা করছিলাম একটা পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে। গত তিন বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মন ভীষণ ভারী। তুমি জানি না আর কতদিন আছো!!আমাদের নতুন ছবির কাজ (যা গত তিন বছর ধরে সাজিয়েছি ) এই মাসের শেষ থেকেই শুরু হওয়ার কথা ছিল । গরমের জন্য কটাদিন পিছোতে বল্লে,তোমার ফোন কি আর আসবে উদয় দা৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

অভিনেতার শারীরিক অসুস্থতার খবর শুনে হতবাক হয়ে গেছেন তাঁর অনুরাগীরা৷ দীর্ঘদিন থিয়েটার , অভিনয়, নাটক করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি৷ সূত্রের খবর,বেশ কয়েকমাস ধরেই তিনি অসুস্থ৷ স্টেজ থ্রি লিভার ক্যানসারে আক্রান্ত৷ বিছানায় শয্যাশায়ী৷ মাঝে মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলছেন তিনি৷ আজ এই শিল্পীর পাশে কেউ নেই, যা একজন শিল্পীর কাছে যন্ত্রণাদায়ক৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Battling Cancer: শয্যাশায়ী জনপ্রিয় অভিনেতা, স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যতের 'আত্মারাম', চলছে মৃত্যুর সঙ্গে লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল