সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় তারকা ৷ যেখানে দেখা যাচ্ছে, পরনে ফ্রক, মাথায় বাঁধা রুমাল, হাসি মুখে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন এই খুদে৷ যিনি কিনা টলিপাড়ার একজন তারকা তো বটেই পাশাপাশি বিখ্যাত পরিবারেরও সন্তান৷ তবে ফ্রক পরা এই খুদে কিন্তু নায়িকা নন, তিনি হলেন টেলিভিশনের হার্টথ্রব নায়ক এবং কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ওরফে সকলের প্রিয় ঋদ্ধিমান সিংহ রায়৷
advertisement
আরও পড়ুন- একাই এলেন ঐশ্বর্য, জন্মদিনের পর দীপাবলিতে উধাও অভিষেক, পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে, তবে কি…
আরও পড়ুন- নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও, শুনে যা হল অভিনেতার…
নিজের ইনস্টাগ্রামে ছোটবেলার এই ছবি শেয়ার করে গৌরব ক্যাপশনে লেখেন- আমার দিদি চেয়েছিল ওর একটা বোন হোক৷ ছবি দেখেই বোঝা যাচ্ছে, গৌরবের দিদই এই ফ্রক পরিয়ে বোন সাজিয়েছিলেন অভিনেতাকে৷ গৌরবের এই ছবিতে যেমন ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ তেমনই হাসির ইমোজি দিয়েছেন অভিনেত্রী মিমি৷ অভিনেত্রী সায়ন্তনীও লেখেন- খুব কিউট লাগছে৷
দীপাবলির মরশুমে ছোটবেলায় ফিরে গেছেন অভিনেতা৷ উত্তরকুমারের নাতি হওয়ার পরও নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা এক জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেতা৷ ধারাবাহিক ছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন গৌরব৷ আপাতত গৌরবের এই ছবি নেটদুনিয়ার হটকেক৷