TRENDING:

Ranveer Allahbadia: অশ্লীল মন্তব‍্য করে বিতর্কে রণবীর আলহাবাদিয়া! চাপ বাড়তেই মুখ খুললেন ইউটিউবার, ভিডিও পোস্ট করে কী বার্তা?

Last Updated:

Ranveer Allahbadia Controversy:বিতর্কে জড়ালেন দেশের অন‍্যতম জনপ্রিয় ইউটিউবার রণবীর আলহাবাদিয়া। কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ বিতর্কিত মন্তব‍্য করেই বিতর্কে জড়ান পডকাস্টার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
়েমুম্বই: বিতর্কে জড়ালেন দেশের অন‍্যতম জনপ্রিয় ইউটিউবার রণবীর আলহাবাদিয়া। কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ বিতর্কিত মন্তব‍্য করেই বিতর্কে জড়ান পডকাস্টার। শোয়ের এক প্রতিযোগীকে অশ্লীল প্রশ্ন করেই বিতর্কে জড়ান রণবীর।
অশ্লীল মন্তব‍্য করে বিতর্কে রণবীর আলহাবাদিয়া! চাপ বাড়তেই মুখ খুললেন ইউটিউবার, ভিডিও পোস্ট করে কী বার্তা?
অশ্লীল মন্তব‍্য করে বিতর্কে রণবীর আলহাবাদিয়া! চাপ বাড়তেই মুখ খুললেন ইউটিউবার, ভিডিও পোস্ট করে কী বার্তা?
advertisement

এই শোয়ের অন‍্যতম আয়োজক ইন্ফ্লুয়েন্সার সময় রাইনাও জড়িয়েছেন বিতর্কে। মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রীও ইউটিউবারের ওই ভিডিও সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন। তবে ইতিমধ‍্যেই নিজের মন্তব‍্যের জন‍্য ক্ষমা চেয়েছেন রণবীর।

আরও পড়ুন: রোজ চা ছাঁকছেন, ছাঁকনির জমা ময়লাতেই জীবানুদের বাসা! ২ মিনিটে কালো ছাঁকনি হবে পরিষ্কার, ৫ উপায়ে মুশকিল আসান

advertisement

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর বিতর্কিত ওই এপিসোডে উপস্থিত ছিলেন রণবীর আলহাবাদিয়া, অপূর্বা মখিজা এবং আশীষ চঞ্চলানি এবং সময় রায়নার মতো সোশ‍্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সররা। শোয়ের প্রতিযোগীকে বাবা-মা সম্পর্কে একটি বিতর্কিত প্রশ্ন করেই বিতর্কে জড়ান পডকাস্টার রণবীর।

এপিসোডটি প্রচার হওয়ার পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় বিরূপ মন্তব‍্য ধেয়ে আসে রণবীরের বক্তব‍্যের বিরুদ্ধে। বেশ কয়েকজন সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহারকারী সরকারকে কমেডির আড়ালে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সোচ্চারও হয়েছেন।

advertisement

আরও পড়ুন: নিজের চারদিকে পাক খায় পৃথিবী, বইতে পড়েছেন, দেখেছেন কি? ২৪ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে যাচ্ছে ঘর-বাড়ি! ভাইরাল পৃথিবীর ঘোরার ভিডিও

বাড়তে থাকা বিতর্ক সম্পর্কে মহারাষ্ট্রের মুখ‍্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, ‘‘’আমিও এই ভিডিও সম্পর্কে জানতে পেরেছি যদিও আমি এখনও দেখিনি। আমি জানতে পেরেছি যে অশ্লীলভাবে বিষয়গুলি পরিচালিত হয়েছে, যা একেবারেই ভুল। Freedom of Speech বা বাক স্বাধীনতা সকলের রয়েছে। তবে সেই স্বাধীনতা তখনই শেষ হয়ে যায়, যখন আমরা অন‍্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করি। অশ্লীলতারও সীমা রয়েছে। যদি কেউ তা অতিক্রম করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রণবীর আলাহাবাদিয়া ক্ষমা চেয়ে এক্স হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি বলেন, ‘‘ আমার মন্তব‍্যের জন‍্য আমি ক্ষমাপ্রার্থী। কমেডি আমার মাধ‍্যম নয়। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি এইভাবে আমার প্ল্যাটফর্ম ব্যবহার করতে চাই কিনা। একেবারেই নয়। যা ঘটেছে তার পেছনে আমি কোনও যুক্তি দেব না, আমি শুধু ক্ষমা চাইছি।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Allahbadia: অশ্লীল মন্তব‍্য করে বিতর্কে রণবীর আলহাবাদিয়া! চাপ বাড়তেই মুখ খুললেন ইউটিউবার, ভিডিও পোস্ট করে কী বার্তা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল