২০০৭ সালে বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) মেয়ে রিমার বিয়ের হয়। জামাই গোবিন্দ বনসল পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের অনুষ্ঠানের সময়ে টানা আটদিন গোয়ালিয়ারে ছিলেন বাপ্পি লাহিড়ি। মেয়ের বিয়ের সূত্রেই মধ্যপ্রদেশেও বহু বন্ধু তৈরি হয়েছিলে ভারতের গোল্ডম্যানের। তাই সেখানকার মানুষও শোকাচ্ছন্ন খবর শোনার পর থেকে। মেয়ের বিয়ের রিসেপশন হয়েছিল মুম্বই, দিল্লি ও গোয়ালিয়ার এই তিন শহরেই।
advertisement
গোবিন্দ বনসলের এক বন্ধু ডক্টর রাম পাণ্ডে বলছেন, বিয়ের সময়ে তাঁরও বাপ্পি লাহিড়ির সঙ্গে দেখা হয়েছিল। বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) সবার সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন। সকলের সঙ্গেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। এমনকি রাম পাণ্ড তাঁকে বাড়িতে চা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর বাড়িতে চা খেয়েছিলেন বাপ্পিদা। আর তাই বাপ্পি লাহিড়ির হাসিখুশি ছবিটাই তাঁর স্মৃতিতে রয়ে গিয়েছে।
আরও পড়ুন- শেষযাত্রায় 'ডিস্কো কিং', প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে অনুরাগীদের ভিড়
২০০৬ সালে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিজেই বাপ্পি লাহিড়ি জানিয়েছিলেন যে মেয়ের জন্য চম্বল এলাকায় তাঁর পাত্র দেখা আছে। ওই এলাকা ডাকাত অধ্যুষিত। প্রায়ই নানা রকম ডাকাতির ঘটনা শোনা যায়। সেখানে মেয়ের বিয়ে ঠিক করেছেন শুনে অবাক হয়েছিলেন অনেকেই। আজ সেই এলাকার মানুষও শোকস্তব্ধ।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। বাপ্পি লাহিড়ির সৃষ্টি আই অ্যাম এ ডিস্কো ডান্সার গানটি বলিউডের গানের জগতে একটি মাইলস্টোন। গানটি তুমুল হিট করেছিল। আর তার পর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯৭৩ সালে নানহা শিকারি নামে একটি হিন্দি ছবিতে প্রথম কাজ বাপ্পি লাহিড়ির। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'বাঘি ৩' হল তাঁর শেষ হিন্দি ছবির কাজ।