বছর খানেক আগে করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছিলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)৷ কিন্তু গত একমাস ধরে বিভিন্ন কারণে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ সোমবার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়৷ কিন্তু এরপর মঙ্গলবার ফের অসুস্থ হওয়ায় তাঁকে জুহুর হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু সেই লড়াই আর শেষ জেতা হল না তাঁর মাত্র ৬৯ বছরে মারা (Bappi Lahiri Death) গেলেন তিনি৷
advertisement
আরও পড়ুন - Bappi Lahiri Passes Away: বাপ্পি লাহিড়ি আজ আর নেই, রইল তাঁর বিপুল সোনা ও সম্পত্তি
কিন্তু কি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া (obstructive sleep apnea )- এটা খুবই সাধারণ ঘুম সংক্রান্ত সমস্যা৷ এই রোগের কারণে নিঃশ্বাস -প্রশ্বাস থেমে গিয়ে ফের শুরু হয় আর এটা হয় ঘুমের সময়৷
স্লিপ অ্যাপনেয়ার (obstructive sleep apnea ) বিভিন্ন ধরণ হয়৷ এর মধ্যে সবচেয়ে কমন এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া৷ গলার মাংসপেশি-র রিল্যাক্স ও ব্লক হয় ঘুমের সময়৷ এই রোগ থাকলে তার সবচেয়ে কমন সিম্পটম হল ঘুমের সময় নাক ডাকা৷
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া (obstructive sleep apnea ) -র অসুস্থতা-র চিকিৎসাও হয়৷ ঘুমের মধ্যে এয়ারওয়েতে পজিটিভ প্রেসার তৈরি হয়৷ মাউথপিস থ্রাস্ট দিতে হয় নিচের চোয়ালে৷ কোনও কোনও ক্ষেত্রে চোয়ালের অপারেশনেও করতে হয়৷
১৯৭০-'৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ 'ডিস্কো ড্যান্সার', 'শরাবি', 'চলতে চলতে'- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও গুরুদক্ষিণা, ওগো বধূ সুন্দরী-র মতো জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম ৷ হিন্দির মতো বাংলা সিনেমার সঙ্গীতকেও একই ভাবে সমৃদ্ধ করেছেন তিনি৷ ২০২০ সালে হিন্দি ছবি 'বাগি থ্রি'-তে শেষবার বলিউডের কোনও ছবিতে সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি ৷