মূলত ডিস্কো গানে বলিউডে একেবারে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা কিন্তু একেবারে অন্যরকমের গানও তাঁর থেকে বেরিয়েছে৷
আরও পড়ুন - Astrology Tips: আজ মাঘী পূর্ণিমা, কোষ্ঠীতে থাকা চন্দ্রদোষ দূর করুন ‘এই’ভাবে, ভাগ্য হবে সুপ্রসন্ন
কিশোর কুমারের চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা এই গানের সুরকার বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Songs)৷
advertisement
মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সারের দুরন্ত সাফল্য যার হাত ধরে তিনি বাপ্পি লাহিড়ি৷ ছবির সব গানই সুপারহিট৷ ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার গান (Bappi Lahiri Songs) মাতিয়েছে গোটা ভারতকে৷
বলিউড ছবিতে একদিকে যেমন চূড়ান্ত সাফল্য তেমনিই টলিউডে একের পর এক বাংলা ছবিতেও সাফল্যের সঙ্গে মিউজিক দিয়েছেন তিনি৷ আমার তুমি - প্রসেনজিতের সুপার হিটে তাঁর মিউজিক ছিল দুরন্ত৷
বাংলার সুপারহিট গান মনে করলে মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভুকে কখনই বাঙালি ভুলতে পারবে না৷
অমিতাভ বচ্চনের শরাবি ছবিতেও বাপ্পি লাহিড়ের সঙ্গীত একেবারে এখনও সঙ্গীতপ্রেমী জনতার মনে অমলিন৷
তাঁর তামা তামা লোগে একসময়ের সুপারহিট গান তামা তামা লোগে, হাল আমলেও তিনি নিজেই নিজের গানকে রিমিক্স করে বদ্রিনাথ কে দুলহনিয়ায় ফের ব্যবহার করে সুপারহিট করেছেন৷
২০২০ তে বাগি ২ ছবিতে শেষ গান করেছেন বাপ্পি লাহিড়ি৷ টাইগার শ্রফ ও দিশা পাটানির ডান্স নাম্বারের নেপথ্য কারিগর বাপ্পি লাহিড়ি৷
৩ বছরে তবলায় হাতে খড়ি দিয়ে সঙ্গীত জীবনের শুরু৷ সেই সুরের যাত্রা ৬৯ বছরে থেমে গেল৷ প্রয়াত বাপ্পি লাহিড়ি৷ তাঁর নশ্বর শরীর না থাকলেও তাঁর সঙ্গীত থাকবে যতদিন তাঁর গানও (Bappi Lahiri Songs) থাকবে৷ কারণ শিল্প চিরকালীন , শিল্প কখনও থেমে থাকে না৷