TRENDING:

Bappi Lahiri Death: বাপ্পি লাহিড়ির গলার হারে অবাক হয়েছিলেন খোদ মাইকেল জ্যাকসন, বলেছিলেন 'জিমি জিমি' গান তাঁর ভারী পছন্দের

Last Updated:

১৯৯৬ সালে মুম্বই সফরে এসেছিলেন মাইকেল জ্যাকসন, সেই সময়েই তাঁর সঙ্গে আলাপ হয় বাপ্পি লাহিড়ির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত আসমুদ্র হিমাচলের প্রিয় বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Death) ! মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর (Bappi Lahiri Death)।
advertisement

বলিউডের ‘ডিস্কো কিং’-এর জীবন ছিল রং-রঙিন, ঝলমলে, ঘটনাবহুল, বর্ণিল! জনপ্রিয় সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ির সোনার গয়না দেখে আপামর জনতা অবাক হয়েছেন! অবাক হয়েছিলেন খোদ বিশ্বখ্যাত তারকা 'কিং অব পপ' মাইকেল জ্যাকসন-ও (Bappi Lahiri And Michael Jackson)!

তবে গোড়া থেকেই বলা যাক! ১৯৯৬ সালে মুম্বই সফরে এসেছিলেন মাইকেল জ্যাকসন। বাপ্পি লাহিড়ি নিজে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই সময়েই মাইকেল জ্যাকসনের সঙ্গে আলাপ হয় তাঁর! তাঁর গলায় গণেশের লকেট বসানো ভারী সোনার হার দেখে অবাক হয়েছিলেন স্বয়ং 'কিং অফ পপ', প্রশ্ন করেছিলেন, '' এই হারটা তো ভীষণ ভাল, কে আপনি?'' (Bappi Lahiri And Michael Jackson) মাইকেল-কে নিজের পরিচয় দিয়েছিলেন বাপ্পি। তাঁর ভাষায়, '' আমি মাইকেল জ্যাকসনকে নিজের নাম বলি, পরিচয় দিই। আমি 'ডিস্কো ডান্সার'-এর সুরকার শুনে মাইকেল জ্যাকসন বলেছিলেন, ‘জিমি জিমি’ ওঁর খুব পছন্দের গান।”

advertisement

আরও পড়ুন: ইংল্যাণ্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ-ও তারিফ করেছিলেন বাপ্পি লাহিড়ির,পাঠিয়েছিলেন চিঠি

এখানেই শেষ নয়! জানেন কি, ইংল্যাণ্ডের রানি দ্বিতীয় এলিজাবেথেও তারিফ করেছিলেন বাপ্পি লাহিড়ির! ইংল্যাণ্ডের রানির তরফে বাকিংহাম প্যালেস থেকে সেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন রানির ডেপুটি করেসপন্ডেস কোঅর্ডিনেটর মিস জেনি ভাইন। রানি দ্বিতীয় এলিজাবেথ-এর সিংহাসনে বসার ৬০ বছর পূর্তি উপলক্ষে একটি গান বেঁধেছিলেন বাপ্পি, 'লং লিভ আওয়ার ক্যুইন', এরপর সেই গানের সিডি উপহার হিসাবে রানির উদ্দেশে পাঠান বাপ্পি লাহিড়ি। প্রার্থনা ও গণেশ বন্দনা সম্বলিত সেই গানের ছত্রে ছত্রে ফুটে উঠেছিল রানির দীর্ঘ ও নীরোগ জীবন কামনা। গানটির প্রশংসা ও তারিফ করেই চিঠি আসে রানির তরফ থেকে। বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) সেই সময় জানান, '' পল ম্যাককার্টনি ও এলটন জন-এর পর আমিই একমাত্র কম্পোজার যিনি রানিকে গানের মাধ্যমে সম্মান জানালেন। রানির পাঠানো চিঠি আমার মন ছুঁয়ে গিয়েছে! আমি আপ্লুত!''

advertisement

আরও পড়ুন: মৃত্যুর দু'দিন আগে নিজের কথাই কি বলেছিলেন? বাপ্পি লাহিড়ির শেষ পোস্ট নিয়ে তুমুল চর্চা!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরেন বাপ্পি। কিন্তু মঙ্গলবারই ফের অসুস্থ হয়ে পড়েন । পরিবারিক চিকিৎসক তাঁকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয় (Bappi Lahiri death)।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri Death: বাপ্পি লাহিড়ির গলার হারে অবাক হয়েছিলেন খোদ মাইকেল জ্যাকসন, বলেছিলেন 'জিমি জিমি' গান তাঁর ভারী পছন্দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল