TRENDING:

Bankura News: বাঁকুড়াতেও রয়েছে বাংলার 'সলমন', অভিনয় করছেন বলিউডের ভাইজানের সঙ্গে, চিনে নিন তাকে

Last Updated:

Bangla News: সলমন খানকে অনুপ্রেরণা বানিয়ে সলমন খানের সঙ্গে অভিনয় বাঁকুড়ার ছেলের। বাঁকুড়ার ছেলে প্রেম মুখার্জি বলিউডে বিভিন্ন চরিত্রে কাজ করে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সলমন খানকে অনুপ্রেরণা বানিয়ে সলমন খানের সঙ্গে অভিনয় বাঁকুড়ার ছেলের। বাঁকুড়ার ছেলে প্রেম মুখার্জি বলিউডে বিভিন্ন চরিত্রে কাজ করে চলেছে। কাজ করেছেন সলমন খানের সঙ্গে। হাতের ব্রেসলেট দেখে সলমন নিজে বলেছিলেন ছবি তুলবেন।
advertisement

বাঁকুড়ার ‘সলমন খান’ প্রেম মুখার্জি, হাতে ব্রেসলেট, সুঠাম শরীর এবং বাইকের নেশা। সে অভিনয় করেছে শহীদ কাপুরের সঙ্গে (দেবা), সানি দেওলের সঙ্গে লাহোর ১৯৪৭ ,অজয় দেবগনের সঙ্গে সন অফ সরদার ২, রণবীর কাপুরের সঙ্গে রামায়ণ, অভিনয় করেছেন সামন্থার সঙ্গেও, একটি নামকরা ব্যাগের কোম্পানির বিজ্ঞাপনে বাঁকুড়ার ছেলে অভিনয় করেছেন টাইগার শ্রফের সঙ্গে।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! গজকেশরী রাজযোগে ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, বিপুল অর্থলাভ, বজরঙ্গবলীর আশীর্বাদে খুলবে সৌভাগ্যের দরজা

সাম্প্রতিক সলমন খানের সঙ্গে ‘ব্যাটেল অফ গালওয়ানে’ অভিনয় করে ফিরে এলেন বাঁকুড়ার ছেলে। বললেন সলমন খানের সঙ্গে কাটান মুহূর্তের কথা। কিন্ডার গার্ডেন থেকে বাঁকুড়া মিশন বয়েজের ছাত্র প্রেম মুখার্জি। উচ্চ মাধ্যমিকের পর বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করেন তিনি। তারপর ২০২৩ সালে মুম্বই চলে যান অভিনয়ের স্বপ্ন তাড়া করতে। তারপরই শুরু হয়ে যায় অন্য জীবন। এভাবেই একটু একটু করে স্ট্রাগল করতে করতে এগিয়ে যাচ্ছে বাঁকুড়ার প্রেম মুখার্জি।

advertisement

আরও পড়ুন-গুড় আসল না নকল! খাঁটি গুড় চিনবেন কীভাবে, শীত আসার আগেই জানুন সিক্রেট টিপস, ঠকবেন না গ্যারান্টি…!

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে দাউ দাউ করে আগুন! পোষ্য কুকুরের তৎপতায় প্রাণ বাঁচল সকলের
আরও দেখুন

এরপরে আরও বড় চরিত্রে অভিনয় করতে চান প্রেম। নিজের কাজটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে করছেন তিনি। প্রেমের বাবা সুপ্রিয় মুখার্জি চেয়েছিলেন ছেলেকে এমসিএ করাবেন কিন্তু অবশেষে ছেলের প্যাসনকে বেছে নেন তিনিও। বর্তমানে মায়ের সঙ্গে মুম্বাই গিয়ে থেকে কাজ করছেন প্রেম মুখার্জি। প্রান্তিক বাঁকুড়া থেকে বলিউড পর্যন্ত যাত্রাটা খুব একটা সহজ ছিল না। যদি এই যাত্রা এখনও অনেকটা বাকি, তবুও বাঁকুড়াবাসীর কাছে উন্মাদনার কারণ হয়ে উঠেছেন প্রেম মুখার্জি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bankura News: বাঁকুড়াতেও রয়েছে বাংলার 'সলমন', অভিনয় করছেন বলিউডের ভাইজানের সঙ্গে, চিনে নিন তাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল