TRENDING:

Hiran Death: অকালে চলে গেলেন পরিচালক হিরণ, দরজা ভাঙতেই সব শেষ...! মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি

Last Updated:

Hiran Death: বিনোদন জগতে আবারও দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন তরুণ চলচ্চিত্র পরিচালক আবু তাওহীদ হিরণ৷ তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বিনোদন জগতে আবারও দুঃসংবাদ৷ একের পর এক খারাপ খবর ভারাক্রান্ত সকলের মন৷ সাতসকালেই ফের মৃত্যুসংবাদ৷ অকালে চলে গেলেন তরুণ চলচ্চিত্র পরিচালক আবু তাওহীদ হিরণ৷ গতকাল ভোরে রাজধানীর ৩০ নিউ ইস্কাটনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ পরিচালক৷
অকালে চলে গেলেন হিরণ
অকালে চলে গেলেন হিরণ
advertisement

‘আদম’ সিনেমার পরিচালক হিরণকে ঢাকার মগবাজারের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফ্ল্যাটের কেয়ারটেকার গাজী নজরুল এবং হিরণের প্রতিবেশী ইকরাম৷ ঠিক কী হয়েছিল পরিচালকের৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ভোরে নিরাপত্তরক্ষীকে ফোন করে হিরণ জানান, তাঁর স্ট্রোক হয়েছে৷ তারপরই নজরুল ছুটে যান তাঁর ঘরে৷ কিন্তু ঘর বন্ধ থাকায় তিনি ঘরে ঢুকতে পারেন না৷

advertisement

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

অবশেষে প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন নজরুল৷ কিন্তু ততক্ষণে সব শেষ৷ মৃত অবস্থায় পাওয়া যায় হিরণকে৷ তরুণ পরিচালকের মৃত্যুর খবর পেয়ে পরিচালক বন্ধন বিশ্বাস, ডিরেক্টরস গিল্ডের নেতা কামরুজ্জামান সাগর-সহ আরও অনেকেই হিরণের বাড়িতে গেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই মগবাজারের ফ্ল্যাটে একাই থাকতেন হিরণ। পরিচালকের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷ উল্লেখ্য, ‘রং রোড’ নামে আরও একটি সিনেমার কাজ শুরু করেছিলেন হিরণ, ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Hiran Death: অকালে চলে গেলেন পরিচালক হিরণ, দরজা ভাঙতেই সব শেষ...! মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল