গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং কলকাতার শিল্পী অন্তরা রায়। সংগীতায়োজন করেছেন প্রীতম। টিজার প্রকাশের পরেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে৷ সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা গেছে। শাকিবের সঙ্গে মিমির জমজমাট রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা৷ এর আগে ছবির টিজার নিয়েও মাতামাতি হয়েছে৷ অ্যাকশন, রোম্যান্সে ভরপুর এই ছবি৷
advertisement
রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী ছাড়াও রয়েছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বিভিন্ন চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজি রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।
‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।