TRENDING:

"ক্যামেরার সামনে আমি খুব স্পর্শকাতর"! প্রথমবার অভিনয়ে বিখ্যাত পরিচালক মোস্তাফা সরয়ার ফারুকী

Last Updated:

বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি যাত্রা শুরু করল ভারতে৷ সেখানেই দেখা যাবে মোস্তাফা সরার ফারুকী অভিনীত ছবি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি৷ নিজের অভিনেতা সত্ত্বা নিয়ে কথা বললেন খ্যাতনামা পরিচালক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার ভারতের মাটিতে চরকি ঘোরাতে আসছে বাংলাদেশের জনপ্রিয় অ্যাপ! ২০২১ থেকে যাত্রা শুরু বাংলাদেশের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম চরকি-র (Chorki)৷ একের পর এক দুরন্ত কাজের জন্য সেনিমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে চরকি৷ এবার তারা যাত্রা শুরু করল ভারতে৷ কলকাতায় আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণার দিন উপস্থিত ছিলেন এপার ও ওপার বাংলার পরিলচাক-অভিনেতারা৷ ছিলেন মোস্তাফা সরার ফারুকী, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, সৌরভ দাস, সোহিনী সরকার৷ ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি৷ এবার চরকির হাত ধরেই আকর্ষণীয় কনটেন্ট দেখতে পাবেন এবার বাংলার দর্শকরা৷
advertisement

দেখুন দেবলীনা-গৌরবের বেডরুম স্টোরি! নিজেই জানালেন দেবলীনা

এরমধ্যে সম্ভবত যে যে গল্পগুলির দিকে নজর থাকবে, তার মধ্যে অন্যতম পরিচালক মোস্তাফা সরার ফারুকীর (Mostofa Sarwar Farooki) ছবি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি(Something like an autobiography)৷ নাম থেকেই বোঝা যাচ্ছে যে নিজের ব্যক্তিগত জীবনের টুকরো টুকরো অংশ পর্দায় তুলে ধরতে চলেছেন খ্যাতনামা পরিচালক৷ এই ছবিতেই প্রথমবার ক্যামেরার সামনে আসতে চলেছেন তিনি৷ অর্থাৎ অভিনেতা ফারুকীর আত্মপ্রকাশ হতে চলেছে দর্শকদের সামনে৷ “খুবই স্পর্শকাতক (vulnerable) বিষয়”,অভিনেতা সত্ত্বা নিয়ে প্রতিক্রিয়া ফারুকীর৷ “এতদিন আমি পর্দার (পড়ুন ক্যামেরা) আড়ালে ছিলাম, আমার অনুপ্ররণায় অভিনেতারা নিজেদের আবেগ ফুটিয়ে তুলতেন৷ এবার আমি সকলের সামনে নিজেকে মেলে ধরছি,মনে হচ্ছে যেন নিজের আবেগকে নগ্ন করছি সকলের সামনে”! হাসি মুখে জানালেন বিশ্বখ্যাত পরিচালক৷

advertisement

মোস্তাফা সরয়ার ফারুকী

অভিনয় করা বেশ চাপের মানছেন তিনি, তবে এও জানিয়েছে যে অভিনয়ের প্রক্রিয়া খুবই উপভোগ করেছেন৷ ফারুকীর এই ছবিতে থাকছেন তাঁর স্ত্রী নুসরত ইমরোজ তিশো৷

advertisement

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার৷ নিজেদের জীবনের চড়াই-উতরাইয়ের গল্প ধরা পড়েছে৷ ছবিটি বুসান চলচ্চিত্র উৎসবে প্রেমিয়ার করা হবে৷ সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ছাড়াও চরকি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ফারুকীর আরও একটি ছবি৷ নাম লাস্ট ডিফেন্ডারস ওব মনোগামী৷ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জেফার রহমান৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতে চরকির যাত্রা নিয়ে খুবই আশাবাদী মোস্তাফা সরয়ার ফারুকী৷ তাঁর মতে এর ফলে অনেক ভাল কাজ দেখতে পাবেন দুই বাংলার মানুষ৷ বাংলার অন্য জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চরকির কোনও টক্কর নেই, উল্টে দু’পারের কলা কুশলীদের জন্য কাজের ক্ষেত্র বাড়বে বলেই মানছেন তিনি৷ চরকিতে ১২ জন নির্মাতা ১২টি চলচ্চিত্র নিয়ে আসছেন। আর এই পুরো প্রজেক্টটির নাম দেয়া হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
"ক্যামেরার সামনে আমি খুব স্পর্শকাতর"! প্রথমবার অভিনয়ে বিখ্যাত পরিচালক মোস্তাফা সরয়ার ফারুকী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল