আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা তানজিন তিশার? ফেসবুকে বিস্ফোরক দাবি নিয়ে হাজির খোদ বাংলাদেশি নায়িকা
গত বুধবার রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। খবর চাউর হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের একাধিক গণমাধ্যম সংস্থায় লেখালেখি শুরু হয়, নায়িকার পরিবারের ঘনিষ্ঠ কেউ জানিয়েছেন, প্রেমিক মুশফিক আর ফারহানের সঙ্গে বিবাদের পর নাকি তিনি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন।
advertisement
কিন্তু এই খবর আদৌ সত্যি নয় বলে জানিয়েছেন খোদ নায়িকা। তাঁর কথায় জানা গিয়েছে, ফুড পয়েজনিং হয়ে গিয়েছিল নায়িকার। তার পর শরীর খারাপ থাকায় একটি ঘুমের ওষুধ খান তিনি। সেই পরিমাপে ভুল হয়ে গিয়েছিল। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমি হয় তাঁর। ফলে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয় তাঁকে।
তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ফেসবুকে একটি লাইভ করেন তানজিন যেখানে হুমকির সুরে কথা বলেন তিনি। যাঁরা গুজব রটাচ্ছেন ‘আত্মহত্যা’র নাম নিয়ে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবেন বলেন। কিন্তু তারপর তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। সদ্য তাঁর কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন তিশা। ফেসবুকে লিখলেন, ‘আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করে দেবেন।’ কিন্তু খানিকক্ষণের মধ্যে আবার সেই পোস্ট মুছে দেন তিশা।