অভিনেত্রীর পরিবার সূত্রের খবর, গত ২১ মে রাতের বেলা আচমকা অসুস্থ হয়ে পড়েন সীমানা৷ তারপরই তড়িঘড়ি তাকে ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং জানা যায়,মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
গত কয়েকদিন ধরেই সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ২৫ মে এই হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচার হয় সীমানার। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
চিকিৎসা শুরুর দিকে আইসিইউতে রাখা হলেও গত বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় অভিনেত্রীকে। তারপরও স্বাস্থ্যের কোনও উন্নতি হয় না, বরং দিনদিন শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ দীর্ঘ ১৪ দিনের লড়াইয়ের পর অকালে চলে গেলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী৷