সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নিজের নতুন প্রেমের কথা জানান পরীমণি। রাখঢাক না করেই এক নায়কের প্রতি নিজের ভাল লাগার কথা জানান তিনি। পরীমণি লেখেন, 'কি রোমান্টিক লুক! জাস্ট প্রেমে পরে যাওয়ার মতো আপনি মনা।' কিন্তু এই 'মনা'টি কে? বাংলাদেশের বিখ্যাত এই মাহফুজ আহমেদ।
advertisement
আরও পড়ুন: কলকাতা থেকেই শুরু! তুমুল জনপ্রিয়তা পেয়েও উধাও, হারিয়ে গেলেন ইন্ডিয়ান আইডলের অমিত
আরও পড়ুন: অমিতাভ, ধর্মেন্দ্রর বাড়ির কাছে হঠাৎ হাজির বম্ব স্কোয়াড. আতঙ্ক তীব্র, কী হল!
পরীমণি যাঁকে মা বলে ডাকেন, সেই চয়নিকা চৌধুরীর নতুন ছবি 'মেঘের নৌকা'-র নায়ক মাহফুজ। তাঁর উদ্দেশে অভিনেত্রী লেখেন, 'কি সুন্দর মিষ্টি একটা গান!যেমন সুন্দর গানের কথা,সুর,গায়কী,লোকেশন,শিল্পীরা।কিন্তু এতো সব সুন্দরের মাঝে আমার চোখ আটকে রইলো মনার দিকে।মানে মাহফুজ আহমেদ। কি রোমান্টিক লুক! যাস্ট প্রেমে পরে যাওয়ার মতো আপনি মনা।"
সেই একই পোস্টে চয়নিকার প্রশংসা করেন পরীমণি। 'মা'-এর উদ্দেশে তিনি লেখেন, 'চয়নিকা চৌধুরী তুমি সত্যিই আসাধারন। এমন করে প্রেমটা তুমি পর্দায় তোলো এটা তার আরও একটা উদাহরন হয়ে রইল। আমার গর্ব হয় তোমার জন্য। আমরা নিশ্চই গর্ব করে বলতে পারি-
আমাদের একজন চয়নিকা চৌধুরী আছেন।'