বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে শ্যুটিং করছিলেন অভিনেতা৷ আচমকা সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে৷ গুরুতর আহত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা৷ কপালে মারাত্মক চোট পেয়েছে৷ কেটে গিয়েছে ভ্রু-র বেশ কিছুটা অংশ৷
advertisement
আরও জানা গেছে, মুম্বইয়ের ইলোরা স্টুডিওতে ‘বরবাদ’ ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা শাকিব খান৷ সেখানেই চোট পান অভিনেতা৷ ছবির পরিচালক মেহেদী হাসান জানান, একটি দৃশ্যে বাংলাদেশি সুপারস্টারকে দরজা খুলে বেরিয়ে আসতে হত,সেই দৃশ্য করার সময়েই দুর্ঘটনাটি ঘটে৷ দরজা খুলতে গিয়েই আচমকা হয়ে বিপত্তি৷
আরও পড়ুন-অকালে সব শেষ…! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি
শাকিব খানের কপালে মারাত্মক চোট লাগে৷ তার জেরেই ভ্রু-র কিছুটা অংশ কেটে যায়৷ এবং অঝোরে রক্ত বেরোতে থাকে৷ তারপরই তড়িঘড়ি ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়৷ এবং সঙ্গে সঙ্গেই অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চলে প্রাথমিক চিকিৎসা৷ তবে চিকিৎসক জানান, আপাতত ভয়ের তেমন কোনও কারণ নেই৷ কিছু ওষুধ খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে৷