বছর বিনোদন জগতের একাধিক শিল্পী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মাহিয়া মাহি, গায়িকা মমতাজ বেগম, গায়িকা ডলি সায়ন্তনী, গায়িকা নকুল কুমার বিশ্বাস ও কমেডিয়ান কমরউদ্দিন আরমান।
ভোট দিয়েছেন অভিেনতা-অভিনেত্রীরা। ভোট দেওয়ার আগেই ‘সুরঙ্গ’ ছবির নায়িকা তমা মির্জা এক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি ঢাকার বাড্ডার ভোটার। এটি ঢাকা-১১ আসন। এখানে ভোটের উৎসব লক্ষ্য করা যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই ভোট দিতে যাব। ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারব। এবারের নির্বাচন আমার কাছে উৎসব মনে হচ্ছে। কোথাও কোনও বাধা নেই। স্বাভাবিক জীবন-যাপনে চলছে সবাই। পরিবেশটাও ভাল লাগছে।’’
advertisement
আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় আবহাওয়ার আমূল ভোলবদল! ঠান্ডা কি জাঁকিয়ে বসবে? কলকাতা-সহ জেলায় জরুরি ওয়েদার আপডেট
অন্যদিকে দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান ঢাকা ফিরেছেন কেবল ভোট দেওয়ার জন্য। জয়া সেখানকার এক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ভোট নাগরিক অধিকার। একটি রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তির ভোট দেওয়া কর্তব্য। আমি আমার কর্তব্যের জায়গা থেকে ভোট দিতে বাংলাদেশে এসেছি। ভোট দিয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ইচ্ছে। ভোটের কয়েকদিন পরই আমি দেশের বাইরে চলে যাব। সম্ভবত ফের কলকাতা চলে আসছেন জয়া। ‘ভূতপরী’ ছবির মুক্তির আগে সেই কাজে ব্যস্ত থাকবেন বলেই শোনা গিয়েছে।