সত্যিই কি কমেছে দূরত্ব? কাছাকাছি আসার খবর দেখে পরীমণি লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…কিন্তু সব কি আর সবসময় এক হয়?’।
আরও পড়ুন: ধনকুবেরদের লজ্জা দেবেন! কপিল, জনি বা রাজপাল নন, ভারতের সব চেয়ে ধনী কমেডিয়ান কে
advertisement
তা হলে এক সঙ্গে আসার কারণ কি শুধুই সন্তান?
এ বিষয়ে পরীমণি লিখেছেন,‘আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনও ইস্যু টানব না। ন’তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন,সবাই মিলে।’ সন্তানের জন্মদিন পালনের জন্যই যে তাঁরা কাছাকাছি এসেছিলেন। পরীমণির কথায় তা স্পষ্ট। স্বামী-স্ত্রীর দূরত্ব এখনও মেটেনি। পরীর লেখার শেষাংশের দিকে তেমনই ইঙ্গিত মিলছে।
শেষ ভাগে পরী লিখেছেন, ‘শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর,রাজ চলে গেল রাজের মতো…আশা করি এটা এখানেই শেষ হবে।’