এবারে বড় চমক দিল। গীতা এলএলবি। ফুলকির সঙ্গেই দ্বিতীয় স্থান অধিকার করেছে এই মেগা। গতবার গীতা এলএলবি ছিল তৃতীয় স্থানে।
জানুয়ারির শেষ সপ্তাহেও প্রথম স্থান অধরা রইল জগদ্ধাত্রীর। সেরা রেটিং পেয়ে টিআরপির তালিকায় সবার উপরে রয়েছে এই মেগা। ২০২২ সালের অগস্ট থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। তারপর থেকেই জয়যাত্রা অক্ষুণ্ন।
advertisement
এক সময়ের অনুরাগের ছোঁয়া রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থান দখল করেছে নিম ফুলের মধু। পাশাপাশি বড় চমক দিল কথা ধারাবাহিক। এই সপ্তাহের ফলাফলে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে কথা।
নম্বর বেড়ে লাভ বিয়ে আজকাল-এরও। তৃণার অনুপ্রবেশের পরেই টিআরপি তালিকায় উপরে উঠে এসেছে এই ধারাবাহিক। দেখে নিন টিআরপির তালিকা
প্রথম: জগদ্ধাত্রী (৮.৭)
দ্বিতীয়: ফুলকি/ গীতা LLB (৮.১)
তৃতীয়: নিম ফুলের মধু (৭.৮)
চতুর্থ: অনুরাগের ছোঁয়া (৭.২)
পঞ্চম: কথা (৭.১)
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে/ সন্ধ্যাতারা (৬.৯)
সপ্তম: কার কাছে কই মনের কথা (৬.৭)
অষ্টম: Love বিয়ে আজকাল (৬.৬)
নবম: জল থই থই ভালোবাসা/ তোমাদের রাণী (৬.৫)
দশম:তুমি আশেপাশে থাকলে (৬.১)