আরও পড়ুন: তীব্র প্রেম, সঙ্গে টানাপোড়েন নিয়ে হাজির দীপিকা-সিদ্ধান্ত-অনন্যা! দেখুন 'গেহরাইয়া' টিজার
রবিবার মুম্বইতে 'RRR' ছবির প্রি-রিলিজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বন্ধু-পরিচালর এস এস রাজামৌলিকে উৎসাহিত করতে এসেছিলেন সলমান খান। সেখানেই বজরঙ্গি ভাইজান ২-এর কথা ঘোষণা করেন ভাইজান। 'RRR' ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট ও অজয় দেবগণকে। অনুষ্ঠানেই সলমান বলেন, এস এস রাজামৌলির বাবা কে ভি বিজেন্দ্র প্রসাদ তাঁকে জীবনের অন্যতম সেরা ছবি উপহার দিয়েছেন। তার পরেই শো-এর সঞ্চালক করণ জোহর সলমানকে প্রশ্ন করেন, 'তাহলে কি আমরা বলতে পারি, এটাই পরের ছবির অফিশিয়াল ঘোষণা?'
advertisement
আরও পড়ুন: রেলে স্পোর্টস কোটায় প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন
করণের কথায় সলমানের জবাব, 'হ্যাঁ, করণ।' ২০১৫ সালে বজরঙ্গি ভাইজান ছবিটি বক্স অফিসে তুফান তুলেছিল। প্রায় ৩০০ কোটি টাকা রোজগার করেছিল ছবিটি। বলিউডের সেরা ৫ রোজগেরে ছবির তালিকায় নাম রয়েছে এই ছবির। বজরঙ্গি ভাইজান পরিচালনা করেছিলেন কবীর খান। ছবিতে ভারত-পাকিস্তানের সম্প্রীতির বার্তা দিতে পবন ও মুন্নির গল্প দেখানো হয়েছিল। ছবিতে মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন হরষালি মালহোত্রা, দর্শকমহলে প্রশংসা পেয়েছিলেন।
তবে বজরঙ্গি ভাইজান ২-তে কাদের দেখা যাবে, পুরনো কাস্টই থাকবে নাকি নতুন কাউকে দেখা যাবে-- তা নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। গল্পটি লেখা হলে সেই মতো কাস্টিং করা হবে বলে ভাবা হয়েছে।