আরও পড়ুন: পরকীয়ায় মেতেছেন দীপিকা পাডুকোন! সাহসী পোশাকে ধরা দিলেন ট্রেলার লঞ্চে
শোনা যাচ্ছে, স্টার জলসায় আসতে চলা নতুন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে (Babul Supriyo)। সিরিয়ালের পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। ইতিমধ্যে হয়ে গিয়েছে বাবুলের লুক-টেস্ট-ও। ৫১ বছরের বাবুল নির্দিষ্ট সময়ে স্টুডিও-এ এসে মেক-আপ করে শট দিয়েছেন। রাজ চক্রবর্তীকে যোগাযোগ করলে তিনি অবশ্য জানান, '' এখনও কোনও কিছু নিশ্চিত নয়। তাই, এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলতে পারব না। শুধুমাত্র বাবুল সুপ্রিয়র লুক-টেস্ট হয়েছে।''
advertisement
শোনা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো পর্দায় বাবুলের বিপরীতে দেখা মিলবে 'সাঁঝের-বাতি' ধারাবাহিক -খ্যাত দেবচন্দ্রিমা সিংহ রায়কে (Debchandrima Singha Roy)। এক অসমবয়সী প্রেমের গল্প নিয়েই গড়িয়েছে সিরিয়ালের চিত্রনাট্য। বয়স্ক নায়কের ভূমিকায় দেখা মিলতে পারে বাবুলের। সম্ভবত, সিরিয়ালের গানের দায়িত্বে থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্য লেখার জন্য নাকি মুম্বই থেকে উড়িয়ে আনা হচ্ছে জনপ্রিয় লেখক-চিত্রনাট্যকারকে।
আরও পড়ুন: 'তোমার সব স্বপ্ন পূরণ করব', সুশান্তের জন্মদিনে নতুন প্রতিজ্ঞা দিদি শ্বেতা সিং কীর্তির
বিজেপির প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় গত সেপ্টেম্বর মাসেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। হালে তিনি ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন।সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত রিয়ালিটি শো 'সঙ্গীতের মহামঞ্চ'-এ অতিথি বিচারক হিসাবে হাজির হয়েছিলেন তিনি। উস্তাদ রশিদ খানের বিবাহবার্ষিকীর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল রাজ ও বাবুলকে, হাজির ছিলেন সংগীতশিল্পী অভিজিৎ-ও। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের 'দিদি নম্বর ওয়ান'-এও সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়।
জানুয়ারি মাসের শুরুতেই সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আক্রান্ত হয়েছেন তাঁর কর্মচারীরাও। নিজেই টুইট কর এ'কথা জানিয়েছিলেন বাবুল। কোভিডে আক্রান্ত বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল, স্ত্রী রচনা। বাবুল তৃতীয় বার আক্রান্ত হলেও তাঁর বাবা এবং স্ত্রী এই নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন। টুইটে বাবুল আরও লেখেন, ‘কোভিডে আক্রান্ত গুরুতর অসুস্থদের ককটেল টিকা দেওয়া প্রয়োজন। বাবার ৮৪ বছর বয়স। তাঁর জন্য এই ককটেল টিকা কিনতে হবে।’