বাবিল (Babil Khan) নিজের ৩টে ছবির সঙ্গে লিখেছেন একটি নোট। বাবিলের লেখায়, '' কিছু অভিজ্ঞতা আপনার স্মৃতিতে পাকাপোক্ত জায়গা তৈরি করে নেয়, নিজের বলিষ্ঠ উপস্থিতি তৈরি করে! আপনি জানেন, সেই স্মৃতিগুলো আপনার বাকি জীবনের সুন্দর একটা অংশ হয়ে থেকে যাবে।''
বাবিলের (Babil Khan) ছবি দেখে ইমোশনাল নেটিজেনরা! কেউ লিখেছেন, '' আপনাকে একদম আপনার বাবার মতো দেখতে লাগছে'', কেউ বা বলছেন, '' এ যেন হুবহু কিংবদন্তী অভিনেতা ইরফান খান (Irrfan Khan)'', কারও মতে, '' আপনার মধ্যে ইরফান সাহেবকে দেখতে পেলাম'', কারও ভাষায়, '' ইরফান খান কোথাও যাননি। আপনার মধ্যেই আছেন।''
আরও পড়ুন:সন্তানলাভের জন্য আকুপাংচারে সূচবিদ্ধও হন, সব বাধা পেরিয়ে মা হলেন দেবিনা
কিছুদিনের মধ্যেই বলিউডে পা রাখতে চলেছেন বাবিল খান! বড় ছেলেকে পর্দায় দেখে যেতে পারেননি ইরফান । বাবিলের প্রথম ছবি ‘কালা’, (netflix film qala) প্রযোজনায় অনুষ্কা শর্মা এবং তাঁর দাদা কর্ণেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’। ছবিতে বাবিলের সঙ্গে অভিনয় করছেন ‘বুলবুল’ খ্যাত তৃপ্তি ডিমরি। ইতিমধ্যেই ছবির নানা ঝলক দিয়ে তৈরি একটি মন্তাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাবিল। ক্যাপশনে লিখেছেন, '' কালা আসছে তার লড়াইয়ের গল্প বলতে। তার মায়ের হৃদয়ে জায়গা করে নেওয়ার লড়াই''। ছবিটি পরিচালনা করছেন ‘বুলবুল’-এর পরিচালক অন্বিতা দত্ত। ‘নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম’ হিসেবে মুক্তি পাচ্ছে 'কালা' (netflix film qala)।