এলিট মডেল ম্যানেজমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, মডেলিং ছিল তাঁর স্বপ্ন। একাধিক নামী ব্র্যান্ডের জন্য ক্যাটওয়াক করে সফল মডেলিং ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। ভোগের বিভিন্ন আন্তর্জাতিক সংস্করণে তাঁর ছবি দেখা গিয়েছে। সপ্তা’ তিনেক আগে মার্কোভিচ ইনস্টাগ্রামে ঘোষণা করে, তিনি মস্তিষ্কজনিত একটি বিরল অসুখে ভুগছেন। ব্রেন আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (AVM) এর জন্য অস্ত্রোপচার করানোরও কথা ছিল। হাসপাতালে থাকাকালীন সময়ের একটি ছবিও ভাইরাল হয়। সঙ্গে মস্তিষ্কের স্ক্যানের একটি ছবিও ছিল।
advertisement
আরও পড়ুন: কসবার অশান্তিতে শিক্ষকদের সঙ্গে ভিড়ে মিশে ছিল বহিরাগতরা! চিহ্নিত করা হয়েছে, দাবি করলেন নগরপাল
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল। কাল্ট অস্ট্রেলিয়া (Kult Australia)-তে লেখা হয়েছে তিনি শুধু মডেলই ছিলেন না, ছিলেন এক নিপাট ভাল মনের মানুষও। Donatella Versace তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। মডেলিংয়ের জগতে এক খ্যাতিসম্পন্ন নাম হতে পারতেন তিনি। কিন্তু মৃত্যুতেই সব শেষ হয়ে গেল।