ক্রিস মার্টিন বরাবরই নম্র, ভদ্র স্বভাবের জন্য পরিচিত। তাই বলে ব্রিটিশদের অত্যাচারের জন্য ক্ষমা প্রার্থনা! মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এমন বক্তব্যের জন্য তৈরি ছিল না মোটেই। মার্টিনের কথা শোনা মাত্রই হইচই পড়ে যায়। প্রবল চিৎকারে তখন কান পাতা দায়। গোটা স্টেডিয়াম বুঝিয়ে দেয়, হ্যাঁ, ভারত ক্ষমা করে দিয়েছে।
advertisement
কনসার্টে দর্শক ও শ্রোতাদের প্রথমে ধন্যবাদ জানান ক্রিস, “এটা আমাদের চতুর্থ ভারত সফর। দ্বিতীয়বার পারফর্ম করছি। আর প্রথমবার নিজস্ব শো। এর চেয়ে ভাল দর্শক হয় না। তাই সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ।“ এরপর হাতজোড় করে কিছুটা বিস্ময়, কিছুটা হতচকিত ভাব নিয়ে বলেন, “আপনারা এভাবে স্বাগত জানাচ্ছেন, এটা আমাদের কাছে অবিশবাস্য। আমরা গ্রেট ব্রিটেন থেকে এসেছি। গ্রেট ব্রিটেনের আপনারা ক্ষমা করে দিয়েছেন, আবার আপনাদের বাড়িতে আমাদের স্বাগত জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ।“
কোল্ডপ্লে-এর কনসার্ট নিয়ে গত বছর থেকেই সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে। টিকিট বিক্রি শুরু হতে না হতেই সোল্ড আউট হয়ে যায়। তারপর থেকে চলছিল অপেক্ষার পালা। কিন্তু কোল্ডপ্লে-এর কাছ থেকে এমন কিছু শুনতে হতে পারে তা বোধহয় ভাবতে পারেননি ব্যান্ডের অতি বড় সমর্থকও। এদিন ভারতীয়দের মন জিততে হিন্দিতেও কথা বলেন ক্রিস মার্টিন। কনসার্টের সেই ভিডিও-ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতে মুগ্ধ ক্রিস মার্টিন। সেই মুগ্ধতা প্রকাশের জন্য হিন্দিকেই বেছে নেন গায়ক। তিনি বলেন, “প্রত্যেককে শুভ সন্ধ্যা। আপনাদের সুস্বাগতম।“ ক্রিসের মুখে হিন্দি শুনে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারাও। ক্রিস বলে চলেন, “এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভারতে এটাই আমাদের প্রথম নিজস্ব শো। সুতরাং ধন্যবাদ। নমস্তে।“
প্রসঙ্গত, ‘মিউজিক অফ দ্য স্পিয়ার্স’ ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছে কোল্ড প্লে। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ৩টি শো। এর মধ্যে ১৮ জানুয়ারির কনসার্টেই ঘটে এই সব কাণ্ড। ১৯ এবং ২১ জানুয়ারিও এখানে কনসার্ট করার কথা রয়েছে কোল্ডপ্লে-এর। তারপর ২৫ এবং ২৬ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও পারফর্ম করবেন ক্রিস মার্টিনরা।