TRENDING:

এবার অসমের ট্রাফিক সামলাবেন শাহরুখ খান !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘কুছ কুছ হোতা হ্যায় অঞ্জলি, তুম নেহি সমঝোগে !’ স্কটল্যান্ডের সবুজ মাঠ ৷ নীল আকাশের মাঝে হাত ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান ৷ আর কিছুক্ষণের মধ্যেই যেন নায়িকা এসে আলিঙ্গনবদ্ধ হবে ৷ সেই কুছ কুছ হোতা থেকে শুরু ৷ তারপর থেকে শাহরুখের এই হাত ছড়ানো ‘পোজ’ জনপ্রিয় গোটা দুনিয়া ৷ এরপর প্রায় প্রত্যেক ছবিতেই যেন শাহরুখ নায়িকাকে কাছে ডেকেছেন এই ভঙ্গিমায় ৷ তবে এই ভঙ্গিমাই যে অসমের ট্রাফিক সামলাবে, সেটা যেন স্বপ্নেও ভাবতে পারেনি বাদশা খান ৷ কিন্তু বাস্তবে ঘটল এমনই এক ঘটনা ৷
advertisement

ঘটনাটি হল সম্প্রতি অসম পুলিশ তাদের ট্যুইটারে পোস্ট করেছেন পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন নিয়ে একটি পোস্টার ৷ যেখানে দেখা গিয়েছে, শাহরুখের পোজের অবয়ব ৷ আর লেখা রয়েছে, ট্রাফিক নিয়ম কা কৃপয়া পালন করে !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কিছুদিন আগে জালুক বাড়িক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পঞ্জিত দোয়ারা ট্যুইটারে পোস্ট করেন এই বিজ্ঞাপনটি ৷ এই ট্যুইটটি নজরে পড়েছে খোদ শাহরুখ খানেরও ৷ ট্যুইটটি শেয়ার করে, শাহরুখ লিখেছেন৷ ‘দারুণ প্রচেষ্টা ৷ আমার এই পোজ ভালো কাজে লেগেছে, দেখে ভালো লাগল ৷ সবার ট্রাফিক নিয়ম পালন করা উচিত ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার অসমের ট্রাফিক সামলাবেন শাহরুখ খান !