সুরকার দেবজ্যোতি মিশ্র নিউজ18 বাংলাকে জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত 'আরআরআর'-এর এই সাফল্যে। বিশেষ করে এম এম কিরাবাণীর জন্য তিনি খুবই খুশি। কারণ কিরাবাণীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় দেবজ্যোতি মিশ্রের। তিনি বলেন, "আমি ব্যক্তিগত ভাবে এম এম কিরাবাণীকে চিনি। দক্ষিণ ভারতে তাঁর রেকর্ডিংয়ে আমি ভায়োলিনও বাজিয়েছি। আমার কাজকে তিনি বরাবর উৎসাহ দিয়ে এসেছেন।"
advertisement
তিনি আরও যোগ করেন, "আমার করা বেশ কিছু সুর তাঁর খুবই পছন্দ। তিনি বিভিন্ন সময় আমার কাজ নিয়ে তার অনুভূতি জানিয়েছেন। বিশেষ করে 'মেমোরিজ ইন মার্চ 'এর গান তাঁর খুবই পছন্দ হয়েছিল। এই পুরস্কারের গর্ব শুধু মাত্র আমার একার নয়। সারা দেশবাসীর।"
মিউজিসিয়ান ও সুরকার বিক্রম ঘোষও উচ্ছ্বসিত। তাঁর কথায়, ''আরআরআর-এর গানের এই সাফল্য অবশ্যই আমাদের গর্বিত করেছে। সেই সঙ্গে এটাও বলব যে, এটা সবে সুদিনের শুরু আরও এরকম বহু পুরস্কার আসার অপেক্ষায় রয়েছি।"
আরও পড়ুন: 'পাঠান' নিয়ে বিতর্কের মাঝেই এ কী বলে বসলেন গৌরী! জানলে অবাক হবেন
আরও পড়ুন: 'প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে', গোল্ডেন গ্লোব জয়ে RRR-এর টিমকে শুভেচ্ছা মোদির
বুধবার সকালে শিল্পী শান্তিনিকেতনের ছিলেন শিল্পী তন্ময় বসু। সেখানে এই খবরটি পেয়ে নিউজ18 বাংলার সঙ্গে তাঁর আনন্দ ভাগ করে নেন। বিখ্যাত পার্কাশনিস্ট বলেন, "এটা অত্যন্ত আনন্দের। রাজামৌলি স্যর এবং এম এম কিরবাণী স্যারকে আমি অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় হিসেবে গর্বও বোধ করছি। দু'জনকে এবং গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা।"
গানের জগতের সঙ্গে যুক্ত এই প্রজন্মের শিল্পীরাও ভারতের ঝুলিতে গোল্ডেন গ্লোবস আসায় অত্যন্ত আনন্দিত। গায়ক-সুরকার অনুপম রায় 'আরআরআর'-এর এই সাফল্যে বেজায় খুশি। অন্য দিকে গায়িকা ইমন চক্রবর্তীও খবরটি শুনে ভীষণভাবে আপ্লুত। ভারতীয় হিসেবে যে এটা অত্যন্ত গর্বের, সে বিষয়ে একমত দুই শিল্পী। এছাড়াও শিল্প ও অভিনয় জগতের বহু কলাকুশলীরা 'নাটু নাটু'-র জয় নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন। কেউ বা আবার ব্যক্তিগত ব্লগে আনন্দ ভাগ করে নিয়েছেন।
'আরআরআর'-এর এই জয়ে আপ্লুত গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সকালে তিনি ট্যুইট করে লেখেন, 'এ এক অভূতপূর্ব সাফল্য।' ছবির শিল্পী এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই সম্মান প্রত্যেকটি ভারতীয়কে গর্বিত করেছে। 'শুধু প্রধানমন্ত্রীই নন। রাজামৌলি এবং তাঁর দলবলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো তারকারাও।