The Bollywood Film Club-এর সঙ্গে ক্লাবহাউজ সেশন চলাকালীন, মডারেটর অনিরুদ্ধ গুহ (Aniruddha Guha) অর্জুন কাপুরকে বলেন, Disney+ Hotstar-এ কফি উইথ করণ (Koffee With Karan) এপিসোডে জাহ্নবী অর্জুনকে ‘অর্জুন ভাইয়া’ বলে সম্বোধন করেন, তাঁর এটা শুনতে কেমন লাগে? অর্জুন শুনে প্রতিক্রিয়ায় বলেন, “ভাই অর্জুন! ব্যাপারটা কেমন ধর্মীয় শব্দের মতো শোনায়। এছাড়াও অর্জুন ভাইয়া শব্দটা আমার বিশেষ ভালো লাগে না, কেমন যেন অদ্ভুত লাগে, কারণ অংশুলা আমাকে শুধু ভাই বলে ডাকে, সেটাও আমার ভালো লাগে না। আর অর্জুন ভাইয়া! এই শব্দটা একদম নতুন আমার কাছে”। এর পরই অর্জুন জানান, যে তিনি কখনই জাহ্নবীকে বলে দেননি তাঁকে কী বলে ডাকতে হবে। “আমার মনে হয় জাহ্নবী ওঁর নিজের মন থেকেই আমাকে অর্জুন ভাইয়া বলে ডাকে”, জানিয়েছেন নায়ক।
advertisement
বনি কাপুরের (Boney Kapoor) প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের (Mona Shourie Kapoor) দুই সন্তান হলেন অর্জুন ও অংশুলা । পরে বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিবাহ হয়। তাঁদের সন্তান হল জাহ্নবী ও খুশি।
সম্প্রতি, Bollywood Bubble-কে সাক্ষাৎকার দেওয়ার সময় অর্জুন তাঁর এবং অংশুলার সঙ্গে জাহ্নবী ও খুশির সম্পর্ক কেমন তা খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, “যদি আমরা বলি আমরা পারফেক্ট ফ্যামেলি, তাহলে সেটা ভুল বলা হবে। আমরা এখনও বিভক্ত পরিবার, তবে আমরা নিজেদের সঙ্গে মানিয়ে-গুছিয়ে চলার চেষ্টা করি। সকলে মিলে একসঙ্গে যখন থাকি তখন দারুণ সময় কাটাই।”