এবার এই শোরগোলের মধ্যেই ভাইরাল হল একটা নতুন ভিডিও! নিজের শেষ অপ্রকাশিত গান ‘ইশক কা ফিভার’-এর আবেগঘন ফাইনাল জ্যাম-এ পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে মেতে উঠেছেন অরিজিৎ সিং! বিশাল ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে অরিজিৎ সিংয়ের রেকর্ড করা একটি গান গাইতে দেখা যায়। হয়তো এটাই তাঁদের শেষ কোলাবরেশনের মধ্যে একটা গান, অরিজিতের শেষ অপ্রকাশিত গান ‘ইশক কা ফিভার’। ভিডিওটির সঙ্গে একটি আবেগঘন ক্যাপশনও লেখেন বিশাল ” অরিজিৎ… কয়েক দিন আগেও যখন আমরা এই গানটা গাইছিলাম, (তখন তুমি ভিডিওর শুটিং করছিলে), তখন জানতামই না যে এটা তোমার সঙ্গে আমার শেষ দিকের কোনও একটি ছবির গান হতে চলেছে। এটা একেবারেই অন্যায়… #TakeBackYourSanyaas। এটা মেনে নেওয়া যায় না।”
advertisement
২০০৫ সাল। ১৮ বছর বয়সে গানের একটি রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ। প্রতিযোগিতায় জিততে না পারলেও আসমুদ্র হিমাচলের মন জিতে নিয়েছিলেন। এর পর কেটে গিয়েছে ২১ বছর! আজ অরিজিতের ফ্যান-ফলোয়ার আর শুধু বলিউড-টলিউডে আটকে নয়, তামাম বিশ্বের কাছে তিনি জনপ্রিয়। কিন্তু আচমকাই গায়ক সিদ্ধান্ত নিলেন, তিনি আর কোনও ছবিতে গান গাইবেন না। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার অরিজিৎ সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে জানান যে, তিনি আর প্লেব্যাক করবেন না। মন ভেঙে গেল ভক্তকুলের।
ঠিক কী কারণে এই ঘোষণা করলেন গায়ক, তা এখনও স্পষ্ট নয়। কেউ বলছেন, সাময়িক বিরতি নিচ্ছেন অরিজিৎ, গলার বিশ্রামের জন্যই এই পদক্ষেপ তাঁর। তবে এমন কিছু উল্লেখ করেননি গায়ক নিজে। ওই পোস্টের শেষে তিনি লিখেছেন, “এই সফর সত্যিই সুন্দর ছিল।”
