শীত এলেই সাপেরা কোথায় ‘ভ্যানিশ’ হয়ে যায় জানেন? ঘুম নাকি জীবনই শেষ? বিজ্ঞানীরা যা বলছেন
কখনও তিনি মাথায় গামছা নিয়ে বোলপুর শহরের আশেপাশের গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়েছেন আবার কখনও তিনি স্কুটি নিয়ে ঘুরে বেরিয়েছেন। তবে এবার সেই গায়ককে দেখতে পাওয়া গেল তারাপীঠের একটি বেসরকারি রিসর্টে। জানা যায় তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতন সাধারণ পোশাক, মুখে মাস্ক নিয়ে তাঁর স্ত্রী কোয়েল রায়কে সঙ্গে নিয়ে রামপুরহাট এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার অরিজিৎ সিংকে দেখা যায় মুলুটি বারোমেসিয়া জঙ্গলে ঘুরে বেড়াতে।
advertisement
অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠদের সূত্রে খবর অরিজিৎ আবার রাত্রে রিসর্টে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়,অরিজিৎ সিংয়ের সঙ্গে ছিল দুটি ইনোভা গাড়ি, একটি হাতি গাড়ি এবং চারটি স্কুটি যেগুলিতে তাঁর সহযোগী ও নিরাপত্তারক্ষীরা চলাফেরা করছিলেন। যদিও তিনি সংবাদমাধ্যমের সামনে আসেননি, তবে এলাকায় তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ছড়িয়েছে অরিজিৎ এর ভক্তদের মধ্যে।
