TRENDING:

Airjit Singh: তারাপীঠের রাস্তায় হঠাৎ অরিজিৎ সিংয়ের দেখা! সঙ্গী স্ত্রী, তারকা গায়ককে দেখেই উপচে পড়ল ভিড়

Last Updated:

Arijit Singh Spotted তারাপীঠ ও রামপুরহাট এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ সিং,কারণ কী গানের শুটিং নাকি অন্য কিছু?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: অরিজিৎ সিং,কমবেশি সকলের কাছে পরিচিত এক নাম। বর্তমানে বিশ্ব বিখ্যাত গায়ক হিসেবে পরিচিত তিনি। অরিজিৎ এর এক একটা গানের কনসার্টে তাঁর কণ্ঠে গান শোনার জন্য লক্ষ টাকা দিয়ে টিকিট কেটে ফেলেন তাঁর অনুরাগীরা। মূলত তাঁর সাদামাটা জীবনযাপন বারংবার অরিজিৎ সিংকে অন্যদের থেকে আলাদা করেছে। কখনও তিনি স্কুটি চালিয়ে বাজারে বেরিয়ে পড়েন তার স্ত্রীর সঙ্গে। আবার পায়ে হেঁটে ঘুরে বেড়ান পাড়ার অলিগলি। এবার অরিজিৎ সিংকে দেখা যায় বীরভূমের রামপুরহাট ও তারাপীঠ এলাকায়! যদিও এর আগে বেশ কয়েকবার এই গায়ককে দেখা গেছে লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে।
অরিজিৎ সিং 
অরিজিৎ সিং 
advertisement

শীত এলেই সাপেরা কোথায় ‘ভ্যানিশ’ হয়ে যায় জানেন? ঘুম নাকি জীবনই শেষ? বিজ্ঞানীরা যা বলছেন

চোখে দেখা না গেলেও, ফুলকপিতে থিকথিক করছে পোকা! সহজ পদ্ধতিতে গলগলিয়ে বের করে দিন, বার বার ধুতেও হবে না!

কখনও তিনি মাথায় গামছা নিয়ে বোলপুর শহরের আশেপাশের গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়েছেন আবার কখনও তিনি স্কুটি নিয়ে ঘুরে বেরিয়েছেন। তবে এবার সেই গায়ককে দেখতে পাওয়া গেল তারাপীঠের একটি বেসরকারি রিসর্টে। জানা যায় তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতন সাধারণ পোশাক, মুখে মাস্ক নিয়ে তাঁর স্ত্রী কোয়েল রায়কে সঙ্গে নিয়ে রামপুরহাট এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার অরিজিৎ সিংকে দেখা যায় মুলুটি বারোমেসিয়া জঙ্গলে ঘুরে বেড়াতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের মরশুমের আগে মুর্শিদাবাদে তৈরি হচ্ছে গরদ শাড়ি! সবচেয়ে বেশি দাম ২০ হাজার টাকা
আরও দেখুন

অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠদের সূত্রে খবর অরিজিৎ আবার রাত্রে রিসর্টে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়,অরিজিৎ সিংয়ের সঙ্গে ছিল দুটি ইনোভা গাড়ি, একটি হাতি গাড়ি এবং চারটি স্কুটি যেগুলিতে তাঁর সহযোগী ও নিরাপত্তারক্ষীরা চলাফেরা করছিলেন। যদিও তিনি সংবাদমাধ্যমের সামনে আসেননি, তবে এলাকায় তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ছড়িয়েছে অরিজিৎ এর ভক্তদের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Airjit Singh: তারাপীঠের রাস্তায় হঠাৎ অরিজিৎ সিংয়ের দেখা! সঙ্গী স্ত্রী, তারকা গায়ককে দেখেই উপচে পড়ল ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল