TRENDING:

Arijit Singh Live: গান থামিয়ে এ কোথায় অটোগ্রাফ দিলেন অরিজিৎ? আত্মহারা মহিলাভক্তের 'চিলচিৎকার'-এর VDO ভাইরাল!

Last Updated:

Arijit Singh Live: ওই মহিলাকে কিন্তু, কাগজে অটোগ্রাফ দেননি অরিজিৎ। তাহলে কোথায় দিলেন? হাতে নাকি ঘাড়ে? না, তাও নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অরিজিৎ সিংয়ের শো মানেই ভিড়ে উপচে পড়া। বিশ্বজুড়ে তাঁর লক্ষ লক্ষ ভক্ত একবার তাঁকে সামনে থেকে দেখা ও গান শোনার অপেক্ষা করেন। শীতের মরশুম শুরু হতেই এখন একের পর এক লাইভ কনসার্ট করছেন শিল্পীরা। বাদ যাচ্ছেন না অরিজিতও। দেশের গণ্ডি ছাড়িয়ে সম্প্রতি বিদেশের মাটিতে সমাদৃত অরিজিতের সুরেলা কণ্ঠ।
অরিজিৎ সিংয়ের কনসার্ট
অরিজিৎ সিংয়ের কনসার্ট
advertisement

সম্প্রতি নেপাল ট্যুরে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে গড়লেন আরও এক ইতিহাস। প্রিয় গায়ককে দেখে এগিয়ে যান এক মহিলা ভক্ত। তাঁর মন রক্ষা করতে দিলেন অটোগ্রাফও। তবে ওই মহিলাকে কিন্তু, কাগজে অটোগ্রাফ দেননি অরিজিৎ। তাহলে কোথায় দিলেন? হাতে নাকি ঘাড়ে? না, তাও নয়। অরিজিৎ সিং ওই লেডি ফ্যানের হ্যান্ড পার্সে নিজের সই দিলেন।

advertisement

আরও পড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন

আর তারপরেই আনন্দে আত্মহারা সেই মহিলাভক্ত। অরিজিতের অটোগ্রাফ পেয়ে একেবারে বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে ওই মহিলা। বন্ধুদের মাঝে অরিজিতের সই করা পার্সটি দেখিয়ে সে যা লাফ ওই মহিলার তা দেখার মতো। ফ্যানেদের যে কখনও নিরাশ করেন না সে কথা আজ আর আলাদা করে বলার প্রয়োজনই নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ‘চিলচিৎকার’-এর ভিডিও।

advertisement

আরও পড়ুন: পেটে গ্যাসের ভয়ে দেখলেই নাক সিঁটকান? মুলো খেলে কী হয় জানলে গোটা শীত খেতে চাইবেন!

অরিজিতের কনসার্টের মাঝে গান থামিয়ে এমন অটোগ্রাফের আবদার মেটানো এর আগেও দেখা গিয়েছে। সম্প্রতি নেপালের এই কনসার্টে এটিই ছিল শেষ অটোগ্রাফ। আর এই ভিডিও ফের একবার নেটিজেনের মন জয় করেছে। শুক্রবার, ১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর কাপুর রশ্মিকা মান্দানার নতুন ছবি অ্যানিমাল। সেখানে সাতরঙ্গা গানটি গেয়েছেন তিনি। সম্প্রতি সেটি নজর কেড়েছে ভক্তদের।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Live: গান থামিয়ে এ কোথায় অটোগ্রাফ দিলেন অরিজিৎ? আত্মহারা মহিলাভক্তের 'চিলচিৎকার'-এর VDO ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল