সম্প্রতি নেপাল ট্যুরে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে গড়লেন আরও এক ইতিহাস। প্রিয় গায়ককে দেখে এগিয়ে যান এক মহিলা ভক্ত। তাঁর মন রক্ষা করতে দিলেন অটোগ্রাফও। তবে ওই মহিলাকে কিন্তু, কাগজে অটোগ্রাফ দেননি অরিজিৎ। তাহলে কোথায় দিলেন? হাতে নাকি ঘাড়ে? না, তাও নয়। অরিজিৎ সিং ওই লেডি ফ্যানের হ্যান্ড পার্সে নিজের সই দিলেন।
advertisement
আরও পড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন
আর তারপরেই আনন্দে আত্মহারা সেই মহিলাভক্ত। অরিজিতের অটোগ্রাফ পেয়ে একেবারে বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে ওই মহিলা। বন্ধুদের মাঝে অরিজিতের সই করা পার্সটি দেখিয়ে সে যা লাফ ওই মহিলার তা দেখার মতো। ফ্যানেদের যে কখনও নিরাশ করেন না সে কথা আজ আর আলাদা করে বলার প্রয়োজনই নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ‘চিলচিৎকার’-এর ভিডিও।
আরও পড়ুন: পেটে গ্যাসের ভয়ে দেখলেই নাক সিঁটকান? মুলো খেলে কী হয় জানলে গোটা শীত খেতে চাইবেন!
অরিজিতের কনসার্টের মাঝে গান থামিয়ে এমন অটোগ্রাফের আবদার মেটানো এর আগেও দেখা গিয়েছে। সম্প্রতি নেপালের এই কনসার্টে এটিই ছিল শেষ অটোগ্রাফ। আর এই ভিডিও ফের একবার নেটিজেনের মন জয় করেছে। শুক্রবার, ১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর কাপুর রশ্মিকা মান্দানার নতুন ছবি অ্যানিমাল। সেখানে সাতরঙ্গা গানটি গেয়েছেন তিনি। সম্প্রতি সেটি নজর কেড়েছে ভক্তদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F