আবার, কোনও বাড়ির কাজে গেলে চারচাকা নয় বরং নিজের স্কুটি চালিয়ে যেতেই বেশি পছন্দ করেন। আর সেই কারণেই সব সময় খবরের শিরোনাম হোক অথবা সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন ইয়ুথ আইকন সুরকার অরিজিৎ সিং।
আর এই অরিজিৎ সিং-কে এবার দেখা গেল লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতনে। বিগত দু’দিন আগেই ভোর পাঁচটা নাগাদ মাথায় লাল গামছা বেঁধে অরিজিৎ সিংকে দেখা যায়। অরিজিৎ সিং-এর ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি বোলপুরের একটি বেসরকারি রিসর্টে রয়েছেন তাঁর মুম্বই টিমের সঙ্গে। তবে তিনি কোন কারণে বোলপুর শান্তিনিকেতন এসেছেন এ বিষয়ে অরিজিৎ সিং এবং তাঁর টিম কোনওভাবেই কোনও কিছু খোলসা করে বলতে নারাজ।
advertisement
আরও পড়ুন: বিশ্বব্যাপী শীর্ষ ১০০ ইউনিভার্সিটির তালিকায় স্থান ভারতীয় ৪ বিশ্ববিদ্যালয়ের, দেখুন কাদের কপাল খুলল
সূত্র মারফত জানা যায় অরিজিৎ সিং-এর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তি পায়নি। ২০১৬ সাল থেকে ছবি তৈরির কাজে হাত লাগান তিনি, শেষ হয় ২০১৮-তে। ছবিটি সম্ভবত শীঘ্রই মুক্তি পাবে। দু’টি পর্বে তৈরি এই ছবি। এর মাঝে অরিজিৎ সিং ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, দ্বিতীয় ছবির গানের শ্যুটিং-এর জন্য এবং শ্যুটিং স্পট দেখার জন্য বোলপুর শহরের বিভিন্ন গ্রামে গ্রামে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
ইতিমধ্যে অরিজিৎ সিং ফ্যানস ক্লাব ফেসবুক পেজে অরিজিৎ সিং মাথায় হেলমেট নিয়ে এবং পরনে লাল গেঞ্জি পরে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করা হয়েছে। এই ছবি পোস্টের পরেই উচ্ছ্বসিত অরিজিৎ সিং-এর ভক্তরা।
সৌভিক রায়