সদ্য জিয়াগঞ্জে অনুষ্ঠান করতে গিয়েছিলেন কলকাতার অন্যতমজনপ্রিয়, উচ্চপ্রশংসিত গায়িকা ইমন। সেই অনুষ্ঠানের ছবিতে ভর্তি তাঁর সোশ্যাল মিডিয়া। কিন্তু পাশাপাশি ইমনের জিয়াগঞ্জ সফরের বড় অংশ জুড়ে রয়েছেন অরিজিৎ সিং। ইমন তাঁদের দু'জনের একটি সেলফি পোস্ট করে লিখলেন, 'বলছি কি.... আমি যে এখনও বেঁচে আছি, সেটাই অনেক। অরিজিৎ সিং, তোমার মতো কেউ না.... কেউ না....।'
advertisement
কেমন হল দুই সঙ্গীতশিল্পীর সাক্ষাৎ?
আরও পড়ুন: 'জানি না তুমি আমাকে নিয়ে কতটা গর্বিত', তুমুল সাফল্যের পরেও কেন হঠাৎ আবেগঘন দেব
আরও পড়ুন: শীতের রাতে কালনার রাস্তায় গান, মহীনের তাপসের চিকিৎসার খরচ তুলতে শিল্পীদের প্রয়াস
ইমন নিউজ18 বাংলাকে বললেন, ''আমি জিয়াগঞ্জে গিয়ে জানতে পারি অরিজিৎ সিং সেখানেই রয়েছেন। আমার ম্যানেজার ওঁর ম্যানেজারকে দেখা করানোর জন্য প্রস্তাব জানান। তার পরেই ওঁর স্টুডিওতে যাই দেখা করত। জিয়াগঞ্জে ওঁর বাড়ির পাশেই স্টুডিওটা। আমি কোনও কথা বলতেই পারিনি কারণ এতটাই মুগ্ধ হয়ে ছিলাম। আমি ওখানে সঙ্গীতশিলীপী ইমন চক্রবর্তী হিসেবে যাইনি, অরিজিৎ সিংয়ের ভক্ত হিসেবেই দেখা করতে গিয়েছিলাম। হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল আমার। উনি আমাদের অবস্থা দেখে স্পষ্ট বুঝতে পারছিলেন।"
দু'জনকে একসঙ্গে গাইতে দেখা যাবে কবে থেকে? উত্তরে ইমন জানান, আপাতত সেই বিষয়ে কোনও কথা হয়নি।
তবে অরিজিতের অমায়িক ব্যবহারে আপ্লুত ইমন। গায়িকার কথায় জানা যায়, তিনি ইমনদের রওনা করানোর সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে যান। আশেপাশে যাঁদের সঙ্গে দেখা হচ্ছিল, সকলের সঙ্গে এমন ভাবে কথা বলছিলেন, যেন তিনি ভুলেই গিয়েছেন যে তিনি অরিজিৎ সিং। ইমনের কথায়, "তাঁর ব্যবহার দেখে মনে হচ্ছিল, আর পাঁচটা পাড়ার দাদার মতো।"