সোমবার সকালে বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছাই। কোনও বিলম্ব না করে সরাসরি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রওনা দিয়েছিলেন এড শিরন। তাঁর এই আকস্মিক সফরে বেশ উচ্ছ্বসিত হন অরিজিৎ সিং। বিশ্বখ্যাত পপ তারকাকে নিজের বাড়িতে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি।
advertisement
এরপর পড়ন্ত বিকেলে শিবপুর ঘাট থেকে ভাগীরথী নদীতে একসঙ্গে নৌকাভ্রমণ করেন এই দুই শিল্পী। দুই সংগীত মহারথীর একসঙ্গে সময় কাটানোর মুহূর্তটি নজর কাড়ে স্থানীয়দেরও। এরপর রাতের ঠান্ডা আকাশে বন্ধুকে নিয়ে নিজেই স্কুটিতে শহর ঘুরতে বেরিয়ে পড়েন অরিজিৎ। জিয়াগঞ্জ শহরের অলিগলি দিয়ে ঘুরে বেড়ান দুই গায়ক। উল্লেখ্য, গত বছর লন্ডনে এড শিরনের এক কনসার্টে মঞ্চ শেয়ার করেছিলেন অরিজিৎ সিং। দুই শিল্পীর যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা। সেই পারফরম্যান্সের পর থেকেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। এবার ভারতের মাটিতে সেই সম্পর্কের আরও এক অনন্য নিদর্শন দেখা গেল। তবে বিকালে নৌকা বিহারের পর রাতের শহরে বেশ প্রাণচ্ছল ভাবেই দেখা যায় দুই গায়ক কে। পাশাপাশি নিয়ে যাওয়া হয় অরিজিৎ-এর ষ্টুডিও তেও। রাতে নৈশ আহার করেন অরিজিৎ-এর বাড়িতেই এড শিরন।
Kaushik Adhikary